
কলকাতা: আজ সিবিআই- এর জন্যই যোগ্যরা বুক বাজিয়ে বলতে পারছেন, তাঁরা যোগ্য। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বারেবারে সিবিআই তদন্তকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তখন বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, “রাজ্য ওএমআর নষ্ট করেছে, গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে প্রকাশ করার ফলেই যাঁরা বঞ্চিত যোগ্য, তাঁরা বুক বাজিয়ে বলতে পারছেন, যে তাঁরা যোগ্য। না হলে অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে সামাজিক বিপর্যয়ও নেমে আসত। সিবিআই-এর হার্ড ডিস্কের জন্যই। ”
শুভেন্দুর অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এসএসসি-র অটোনমি বডি শেষ করা হয়েছিল। শুভেন্দু বলেন, “এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি, WBCS অভিজিতবাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসি-র অটোনমি বডি শেষ করেছেন।” শুভেন্দু বলেন, “সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৬ বার শুনানি হয়েছে। সব স্টেড হোল্ডারদের বলার সুযোগ দিয়েছেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিয়েছেন। ১৬ বারে একবারও যোগ্য অযোগ্য তালিকা দেয়নি।”
উল্লেখ্য, প্রিম কোর্টের রায়ে, সিবিআইয়ের নথিতে যোগ্য এবং অযোগ্যের ভাগাভাগি রয়েছে। যোগ্যদের পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ প্রক্রিয়ায় যেতে হবে। মমতা বলেন, “যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।’’