
কলকাতা: বর্ষা বিদায় নিতেই রাতারাতি বদলাতে শুরু করেছে বাংলার হাওয়া। আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিচ্ছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আর কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জেলায় কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। আর ভোগাবে না বৃষ্টি। অন্যদিকে ধীরে ধীরে পারাপতনও শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস বলছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘুরবে। তার উপরে উঠবে না।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫১ থেকে ৯১ শতাংশের মধ্যে। তবে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখা যেতে পারে।
শীতের শিরশিরানি কবে থেকে?
মঙ্গলবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব ভালই শুরু হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ-পশ্চিম বাতাস ও উত্তর-পশ্চিমের বাতাসের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা, ধোঁয়াশার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বেলা বাড়তেই তা মিলিয়ে যাবে। কিন্তু এখনও যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্টই রয়েছে তাই শীতের শিরশিরানি এখনই নয়।
তবে ঘূর্ণাবর্তের খেলা যে একদমই চলছে না এমনটা নয়। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য আরব সাগরে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। কিন্তু তার জেরে বাংলায় বৃষ্টি যে হবে তা কিন্তু নয়। আপাতত আগামী পাঁচদিন বৃষ্টির কোনও পূর্বাভাসই নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও।
শুধু বাংলা নয়, ওড়িশা এবং ছত্তিসগঢ়ের কিছু অংশ থেকেও বিদায় নিয়ে ফেলল বর্ষা। আগামী দু’দিনের মধ্যে গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নেবে বলে অনুমান করা হচ্ছে। দক্ষিণ ভারতের উপরেও বড় ছাপ ফেলতে শুরু করবে পূবালি ও দক্ষিণ-পূর্বের বাতাস। শুরু হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবও।