বগলের গন্ধে হাত তুলতে লজ্জা? ক্রাশের সামনে বুক ফুলিয়ে ঘুরুন এই সহজ ট্রিকে
অফিস কলিগকে ভীষণ পছন্দ? কিন্তু কাছে যেতেই পারছেন না ভয়ে? হাত তুললেই বেরিয়ে আসে দুর্গন্ধ? পারফিউমের খেল তো সাময়িক। পাকাপাকি ভাবে টা-টা করুন এই সহজ ট্রিকে। বুক ফুলিয়ে ঘুরুন আজ থেকে। টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
অফিস কলিগকে ভীষণ পছন্দ? কিন্তু কাছে যেতেই পারছেন না ভয়ে? হাত তুললেই বেরিয়ে আসে দুর্গন্ধ? পারফিউমের খেল তো সাময়িক। পাকাপাকি ভাবে টা-টা করুন এই সহজ ট্রিকে। বুক ফুলিয়ে ঘুরুন আজ থেকে। টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
বেকিং সোডার কামাল একটা বাটিতে জল আর খুব পরিমাণ খাবার সোডা নিন। একটা মিশ্রণ তৈরি করে আপনার বগলে লাগান। কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার সময় দিন। এর পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। গন্ধ পালাবে, আর ফিরবে না সারাদিন। বাড়িতে যদি ল্যাভেন্ডার অয়েল থাকে তবে দু’এক ফোঁটা মিশিয়া দিতে পারেন।
অ্যাপেল সিডার ভিনিগার কিনে নিন অ্যাপেল সিডার ভিনিগার শুধু যে গন্ধ দূর করবে তা নয়, আপনার বগলের কালো ভাব দূর করতেও সাহায্য করে। হাত কাটা পোশাক পরতে যদি অস্বস্তি হয়, তবে তাও কাটিয়ে ফেলতে পারেন এই উপায়ে। বগলে বাসা বাঁধা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে এই ভিনিগার। জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। তুলোর বল নিয়ে আপনার বগলে তা লাগিয়ে ফেলুন। ধোয়াধুয়ির প্রশ্ন নেই। কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার সময় দিন। ব্যস, সারাটাদিন আর গন্ধ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে।
লেবুই সম্বল উপরের দুই ট্রিক যদি বাড়িতে না থাকে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। লেবু প্রায় সব বাড়িতেই থাকে। একটা লেবু কেটে বগলে ঘষুন। সারাদিন নিশ্চিন্তে ঘুরতে পারবেন।
তবে এই সবের পাশাপাশি সারাদিন প্রচুর জল খান। শরীর থেকে টক্সিন না বের হলে কিন্তু গন্ধ দূর হবে না। হাই সুগার, ঝালমশলা যুক্ত খাবার খেলেও শরীরে দুর্গন্ধ হতে পারে। শরীরকে ভালবাসুন, সেও আপনাকে দ্বিগুণ ভালবাসবে ।