নয়াদিল্লি: একটি পরিসংখ্য়ান অনুযায়ী, গোটা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ থেকে ১৫ শতাংশ মানুষ কিডনির নানাবিধ ব্যাধীতে আক্রান্ত। শতাংশের হিসাবে এই সংখ্যা কিছুটা কম দেখতে লাগলেও, বাস্তবে এই রোগের ব্যাপকতা ভয়ঙ্কর। যতটা শারীরিক, ততটাই আর্থিক।
অন্য একটি সমীক্ষা অনুযায়ী, কিডনির নানাবিধ ব্যাধীতে আক্রান্ত রোগীরা দেড় বছরেই ৫ থেকে ৬ লক্ষ টাকা ব্যয় করে ফেলেন। কিন্তু জানেন এই রোগের ব্যাপকতা এতটা হলেও, খুব সহজেই এর থেকে নিস্তার পাওয়া যেতে পারে বা আগাম সতর্কতা খুব সহজেই নেওয়া যেতে পারে।
দেশজুড়ে কিডনির রোগের বাড়ন্ত দাপটকে দেখেই বাজারে নতুন ওষুধ নিয়ে এল পতঞ্জলি। সেই ওষুধের নাম রেনোগ্রিট। সংস্থার দাবি, কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই একটি মানুষের শরীর থেকে কিডনির যে কোনও রোগকে দূর করতে সক্ষম এই ওষুধ। এমনকি, কিডনিকে আগের তুলনায় মজবুতও করে এই ওষুধ।
তবে কীভাবে মানুষের শরীরে নানাবিধ কিডনির ব্যাধী বাসা বাঁধে জানেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কোনও গুরুত্বর রোগের চিকিৎসা করার সময় যে সকল ভারী ভারী ওষুধ রোগী খেয়ে থাকেন, সেগুলোরই পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে কিডনিতে বাসা বাঁধে আরও ভয়ঙ্কর রোগ। এমনকি, সেই সব পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে একেবারের মতো কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভবনাও থাকে।
তবে এই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় কিন্তু আয়ুর্বেদিক ওষুধ মেলে না। আর সেই কথাটা মাথায় রেখেই এই নতুন ওষুধ নিয়ে বাজারে চলে এল পতঞ্জলি। যা শুধু আপনার কিডনিকে সুস্থ রাখাই নয়, বরং আপনার শরীরে বছর বছর ধরে তৈরি টক্সিসিটিকেও দূর করতে সক্ষম। এই প্রসঙ্গে পতঞ্জলি সহ-কর্তা আচার্য বালকৃষ্ণ জানাচ্ছেন, ‘রেনোগ্রিট’ কিডনির রোগ নিরাময়ে প্রশ্নাতীত ভূমিকা রাখে। এমনকি এই ওষুধ নিয়ে একটি গবেষণাও এক বিখ্যাত আমেরিকান জার্নালে প্রকাশিত হয়েছিল দিন কতক আগেই।