যতদিন যাচ্ছে জেল্লা হারাচ্ছে ত্বক? শুধু এই দুটো জিনিস মিশিয়ে মাখলেই ম্যাজিক
ত্বক ভালো রাখতে হাজার হাজার টাকার ক্রিম, ফেসপ্যাক কিট ব্যবহার করেও, মুখের কালো ছোপ দূর হচ্ছে না। এমনকী, যতদিন যাচ্ছে জেল্লা হারাচ্ছে ত্বক। কী উপায়?

ত্বক ভালো রাখতে হাজার হাজার টাকার ক্রিম, ফেসপ্যাক কিট ব্যবহার করেও, মুখের কালো ছোপ দূর হচ্ছে না। এমনকী, যতদিন যাচ্ছে জেল্লা হারাচ্ছে ত্বক। কী উপায়? উপায় একটাই অ্য়ালোভেরা জেল।
অ্যালোভেরা জেল নিন দুচামচ। এর সঙ্গে মিশিয়ে নিন এক চামচ অলিভ ওয়েল। এক চামচ গ্লিসারিন, ও দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে এগুলো মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মুখে মেখে, বেশ কিছুক্ষণ মাসাজ করুন। এই প্যাক লাগানোর আগে ফেশওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রোজ রাতে শোয়ার আগে এই মিশ্রণ লাগালে ঝকঝকে হয়ে উঠবে।
অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে ভালো করে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে উষ্ণ জলে ভেজানো একটি তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। দেখবেন পাঁচমিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।





