বরযাত্রীতে নাচছেন প্রিয়ঙ্কা, স্টেজে উঠে পাগলামি রণবীরের, অম্বানীর বিয়েতে চাঁদের হাটের ঝলক দেখুন

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 12, 2024 | 8:10 PM

অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের রিসেপশনে বেনারসের বিখ্যাত কাশী চাট ভান্ডার থেকে টমেটো চাট, পালং শাক, আলু টিক্কি এবং চানা কচুরিও পরিবেশন করা হবে।

1 / 12
এসে গেল সেই মুহূর্ত। অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্ট। 

এসে গেল সেই মুহূর্ত। অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্ট। 

2 / 12
ইতিমধ্যেই অতিথিরা আসতে শুরু করেছেন। বিয়ের অনুষ্ঠানে দেখা গেল সুহানা খান-আরিয়ান খানকে।

ইতিমধ্যেই অতিথিরা আসতে শুরু করেছেন। বিয়ের অনুষ্ঠানে দেখা গেল সুহানা খান-আরিয়ান খানকে।

3 / 12
বোন অর্পিতাকে নিয়ে বিবাহ বাসরে এসেছেন সলমন খান।

বোন অর্পিতাকে নিয়ে বিবাহ বাসরে এসেছেন সলমন খান।

4 / 12
কুস্তিগীর তথা অভিনেতাকে দেখা গিয়েছে ভারতীয় রূপে। শেরওয়ানি, মাথায় পাগড়ি বেঁধে নাচেন তিনি।

কুস্তিগীর তথা অভিনেতাকে দেখা গিয়েছে ভারতীয় রূপে। শেরওয়ানি, মাথায় পাগড়ি বেঁধে নাচেন তিনি।

5 / 12
অম্বানীর বিয়েতে যোগ দিতে উড়ে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া-নিক জেনাস।

অম্বানীর বিয়েতে যোগ দিতে উড়ে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া-নিক জেনাস।

6 / 12
চেনা রূপেই দেখা গেল রণবীর সিংকে। কখনও স্টেজে উঠে, কখনও অনিল অম্বানীকে জড়িয়ে নাচতে দেখা গেল তাঁকে।

চেনা রূপেই দেখা গেল রণবীর সিংকে। কখনও স্টেজে উঠে, কখনও অনিল অম্বানীকে জড়িয়ে নাচতে দেখা গেল তাঁকে।

7 / 12
বরযাত্রীর সঙ্গে প্রাণখুলে নাচতে দেখা গেল প্রিয়ঙ্কা চোপড়াকে।

বরযাত্রীর সঙ্গে প্রাণখুলে নাচতে দেখা গেল প্রিয়ঙ্কা চোপড়াকে।

8 / 12
হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়াকেও দেখা যায়।

হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়াকেও দেখা যায়।

9 / 12
মাধুরী দিক্ষিত তাঁর স্বামী ও ছেলেকে নিয়ে এসেছেন।

মাধুরী দিক্ষিত তাঁর স্বামী ও ছেলেকে নিয়ে এসেছেন।

10 / 12
সপরিবারে এসেছেন সুপারস্টার রজনীকান্তও।

সপরিবারে এসেছেন সুপারস্টার রজনীকান্তও।

11 / 12
মাহিও এসেছেন সপরিবারে।

মাহিও এসেছেন সপরিবারে।

12 / 12
পিঙ্ক লেহেঙ্গায় পোজ দিতে দেখা যায় কৃতী স্যাননকে।

পিঙ্ক লেহেঙ্গায় পোজ দিতে দেখা যায় কৃতী স্যাননকে।

Next Photo Gallery