বচ্চন পরিবারের ফ্রেমে দেখা গেল ৪৩০০০ কোটির মালিককেও! কে এই রহস্যময় ব্যক্তি জানেন?

Nikhil Nanda: বচ্চন পরিবারের সদস্য হলেও, তিনি কিন্তু বরাবরই আড়ালে থেকেছেন। কোও অনুষ্ঠানেও সহজ তাঁর দেখা মেলে না। তবে অম্বানীর বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের ফ্রেমে দেখা মিলল নিখিল নন্দার।

|

Jul 13, 2024 | 2:28 PM

1 / 8
দেশের সবথেকে বড় এবং দামি বিয়ের অনুষ্ঠান। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে সত্যিই লেগেছিল চাঁদের হাট। বলিউড থেকে হলিউড, দেশ-বিদেশের রাজনৈতিক নেতা-কে ছিলেন না এই অনুষ্ঠানে।

দেশের সবথেকে বড় এবং দামি বিয়ের অনুষ্ঠান। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে সত্যিই লেগেছিল চাঁদের হাট। বলিউড থেকে হলিউড, দেশ-বিদেশের রাজনৈতিক নেতা-কে ছিলেন না এই অনুষ্ঠানে।

2 / 8
সপরিবারে দেখা গিয়েছে বচ্চন পরিবারকেও। বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চন অনন্ত-রাধিকার বিবাহ বাসরে আসেন স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা নন্দা, নাতি অগস্ত্য নন্দা ও নাতনি নভ্যা নভেলি নন্দাকে নিয়ে।

সপরিবারে দেখা গিয়েছে বচ্চন পরিবারকেও। বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চন অনন্ত-রাধিকার বিবাহ বাসরে আসেন স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা নন্দা, নাতি অগস্ত্য নন্দা ও নাতনি নভ্যা নভেলি নন্দাকে নিয়ে।

3 / 8
বচ্চন পরিবারের ফ্রেমে দেখা গিয়েছে আরও এক ব্যক্তিকে। কে এই রহস্য়ময় ব্যক্তি? কী তাঁর পরিচয়?

বচ্চন পরিবারের ফ্রেমে দেখা গিয়েছে আরও এক ব্যক্তিকে। কে এই রহস্য়ময় ব্যক্তি? কী তাঁর পরিচয়?

4 / 8
ওই ব্যক্তি আর কেউ নন, বিগ বি-র জামাই অর্থাৎ শ্বেতা বচ্চনের স্বামী নিখিল নন্দা।

ওই ব্যক্তি আর কেউ নন, বিগ বি-র জামাই অর্থাৎ শ্বেতা বচ্চনের স্বামী নিখিল নন্দা।

5 / 8
 লাইম লাইটের আড়ালে থাকা নিখিল নন্দা কিন্তু সাদামাটা মানুষ নন। তিনি এক্সকট কুবোটা লিমিটেড নামক একটি সংস্থার মালিক।

লাইম লাইটের আড়ালে থাকা নিখিল নন্দা কিন্তু সাদামাটা মানুষ নন। তিনি এক্সকট কুবোটা লিমিটেড নামক একটি সংস্থার মালিক।

6 / 8
এই সংস্থা ট্রাক্টর ও তার যন্ত্রাংশ তৈরি করে। বিএসই-র তথ্য অনুযায়ী, এই সংস্থার মার্কেট ভ্যালু ৪৩ হাজার কোটি টাকারও বেশি।

এই সংস্থা ট্রাক্টর ও তার যন্ত্রাংশ তৈরি করে। বিএসই-র তথ্য অনুযায়ী, এই সংস্থার মার্কেট ভ্যালু ৪৩ হাজার কোটি টাকারও বেশি।

7 / 8
কুবোটা সংস্থার এক একটি শেয়ারের দাম ৩৯১১.৮০ টাকা।

কুবোটা সংস্থার এক একটি শেয়ারের দাম ৩৯১১.৮০ টাকা।

8 / 8
বচ্চন পরিবারের সদস্য হলেও, তিনি কিন্তু বরাবরই আড়ালে থেকেছেন। কোও অনুষ্ঠানেও সহজ তাঁর দেখা মেলে না। তবে অম্বানীর বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের ফ্রেমে দেখা মিলল নিখিল নন্দার।

বচ্চন পরিবারের সদস্য হলেও, তিনি কিন্তু বরাবরই আড়ালে থেকেছেন। কোও অনুষ্ঠানেও সহজ তাঁর দেখা মেলে না। তবে অম্বানীর বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের ফ্রেমে দেখা মিলল নিখিল নন্দার।