প্রেমিকের স্ত্রীকে দেখে গাড়িতে লুকোতেন হেলেন, সতীন সালমার সঙ্গে সত্যি কেমন সম্পর্ক হেলেনের?
Helen: খান পরিবারের সদস্য বলিউড তারকা হেলেন। সলমন, আরবাজ় এবং সোহেল খানের সৎ মা তিনি। এই তিন খানের বাবা সেলিম খানের সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় হেলেনের। সেই সময় সেলিম বিবাহিত। সালমা খানের স্বামী তিনি। শুরুতে সালমাকে কোন চোখে দেখতেন হেলেন। জানিয়েছেন সেই কথাই।

হেলেন মনে করতেন, তাঁর জন্য এক বিবাহিত পুরুষের সঙ্গে সংসার করা যতখানি কষ্টের, তার চেয়ে অনেক বেশি কষ্টের সালমার সেই পরিস্থিতিতে থাকা।
- খান পরিবারের সদস্য বলিউড তারকা হেলেন। সলমন, আরবাজ় এবং সোহেল খানের সৎ মা তিনি। এই তিন খানের বাবা সেলিম খানের সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় হেলেনের। সেই সময় সেলিম বিবাহিত। সালমা খানের স্বামী তিনি। শুরুতে সালমাকে কোন চোখে দেখতেন হেলেন। জানিয়েছেন সেই কথাই।
- সালমা এবং হেলেন–এই দুই মায়ের ছত্রছায়ায় বড় হয়েছেন সলমন, আরবাজ় এবং সোহেল। তাঁদের বোন অর্পিতা এবং আলবিরাও সালমা এবং হেলেনের ভালবাসা পেয়েছেন। কিন্তু এই খান পরিবারের সদস্য হওয়া বেশ কঠিন ছিল হেলেনের কাছে।
- শুরু থেকেই প্রেমিক সেলিমের স্ত্রী সালমাকে অসম্ভব ভয় পেতেন হেলেন। কেবল তাই নয় সালমাকে সম্মানও করতেন খুব। প্রেমিকের স্ত্রী বলে সেই সম্মান ছিল মাত্রাতিরিক্ত!
- আরবাজ় খানের সঙ্গে হেলেনের সাক্ষাৎকার পর্বে সেই কথাই স্বীকার করে নিয়েছিলেন তাঁর সৎ মা। জানিয়েছিলেন, শুরুতে সালমাকে দেখে কুণ্ঠিত হতেন হেলেন। তখন মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় সালমা বারান্দায় দাঁড়িয়ে থাকবে ভেবে গাড়ির মধ্যে লুকিয়ে পড়তেন হেলেন।
- তিনি চাইতেন না সালমা হেলেনকে দেখতে পান। কিন্তু আস্তে-আস্তে সেই ভয়কে জয় করেন হেলেন। এবং সেই ভয় জয় করতে হেলেনকে সাহায্য করেন সালমাই। বিশেষ করে সলমন। হেলেনকে শুরু থেকেই নিজের মায়ের জায়গায় বসিয়েছিলেন তিনি।
- হেলেন প্রথম-প্রথম খান পরিবারের কোনও অনুষ্ঠানে অংশ নিতেন না। কিন্তু সালমাই এসে তাঁকে সহজ করে তুলেছিলেন। হেলেন জানিয়েছিলেন আরবাজ়কে।
- হেলেন মনে করতেন, তাঁর জন্য এক বিবাহিত পুরুষের সঙ্গে সংসার করা যতখানি কষ্টের, তার চেয়ে অনেক বেশি কষ্টের সালমার সেই পরিস্থিতিতে থাকা।
- বিষয়টি নিজে উপলব্ধি করেছিলেন হেলেন। এবং সেই কারণেই সালমার সঙ্গে হেলেনের কোনওদিনও কোনও সাংসারিক সমস্যা তৈরিই হয়নি। দু’ জনেই একে-অপরের সঙ্গে জুড়ে থাকতে পেরেছিলেন।

২ লাখ বিনিয়োগ করে আয় দেড় কোটি টাকা! স্টকে বিনিয়োগকারীদের কাছে লক্ষ্মী এই শেয়ার

টিকটিকির জ্বালায় অতিষ্ট জীবন, এই কাজ করে দেখুন তো একবার!

দই ভালো না ঘোল, কোনটা খেলে গরমে থাকবেন ভালো?

চরম গরমে বিন্দাস পরুন কালো পোশাক, শুধু মাথায় রাখুন...

বিয়ের কার্ডে ঠাকুরের ছবি রাখা শুভ না অশুভ? প্রেমানন্দ মহারাজ বললেন...

উইন্ডো AC নাকি স্প্লিট AC, কোনটায় কমবে ইলেকট্রিক বিল?