পিঠ খোলা পোশাকে কান-এ নজর কাড়লেন জাহ্নবী, নায়িকার লম্বা গাউন সামলাতে হিমশিম পরিচালক!

প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েই নজর কাড়লেন শ্রীদেবী কন্যা তথা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইশান খট্টরের জুটি বেঁধে তাঁর ছবি হোমবাউন্ড এবার প্রিমিয়ার হয়েছে কান চলচ্চিত্র উৎসবে।

|

May 22, 2025 | 12:58 PM

1 / 8
পিঠ খোলা পোশাকে কান-এ নজর কাড়লেন জাহ্নবী, নায়িকার লম্বা গাউন সামলাতে হিমশিম পরিচালক!

2 / 8
প্রথমবার কানে পা দিয়েই নজর কাড়লেন জাহ্নবী কাপুর। প্রথম দিন পরে ছিলেন গোলাপি রঙের লম্বা গাউন। গাউনে ছিল মুক্তোর কাজ। Photo: Instagram

প্রথমবার কানে পা দিয়েই নজর কাড়লেন জাহ্নবী কাপুর। প্রথম দিন পরে ছিলেন গোলাপি রঙের লম্বা গাউন। গাউনে ছিল মুক্তোর কাজ। Photo: Instagram

3 / 8
মাথায় ঘোমটা দিয়েই কানের লাল কার্পেটে হাজির হয়েছিলেন জাহ্নবী। তবে সেদিন নজর কাড়লেও, জাহ্নবীর পরের দিন পোশাক মারকাটারি। Photo: Instagram

মাথায় ঘোমটা দিয়েই কানের লাল কার্পেটে হাজির হয়েছিলেন জাহ্নবী। তবে সেদিন নজর কাড়লেও, জাহ্নবীর পরের দিন পোশাক মারকাটারি। Photo: Instagram

4 / 8
জাহ্নবীর এই পোশাক ডিজাইন করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না এবং গোলাপি গাউনটি ডিজাইন করেছেন তরুণ তিহালিনি।। জাহ্নবীর লুকের সঙ্গে একেবারে যেন মিলে মিশে গিয়েছিল তাঁর সবুজ রঙের এই গাউন। Photo: Instagram

জাহ্নবীর এই পোশাক ডিজাইন করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না এবং গোলাপি গাউনটি ডিজাইন করেছেন তরুণ তিহালিনি।। জাহ্নবীর লুকের সঙ্গে একেবারে যেন মিলে মিশে গিয়েছিল তাঁর সবুজ রঙের এই গাউন। Photo: Instagram

5 / 8
জাহ্নবী প্রথম থেকেই ফ্যাশন দুরস্ত। ঠিক যেমন ছিলেন তাঁর মা শ্রীদেবী। মায়ের সাজকে যে তিনি বয়ে নিয়ে চলেছেন, তা স্পষ্ট হয় জাহ্নবীর সাজে। Photo: Instagram

জাহ্নবী প্রথম থেকেই ফ্যাশন দুরস্ত। ঠিক যেমন ছিলেন তাঁর মা শ্রীদেবী। মায়ের সাজকে যে তিনি বয়ে নিয়ে চলেছেন, তা স্পষ্ট হয় জাহ্নবীর সাজে। Photo: Instagram

6 / 8
কান চলচ্চিত্রে পা দিয়েও শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী। মায়ের মতো হাত নাড়িয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন অভিনেত্রী। Photo: Instagram

কান চলচ্চিত্রে পা দিয়েও শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী। মায়ের মতো হাত নাড়িয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন অভিনেত্রী। Photo: Instagram

7 / 8
 তবে জাহ্নবীর গোলাপি লম্বা গাউন সামলাতে গিয়ে হিমশিম খেতে হল হোমবাউন্ড ছবির পরিচালক নীরজকে। Photo: Instagram

তবে জাহ্নবীর গোলাপি লম্বা গাউন সামলাতে গিয়ে হিমশিম খেতে হল হোমবাউন্ড ছবির পরিচালক নীরজকে। Photo: Instagram

8 / 8
জাহ্নবী যখন কান উৎসবের লাল কার্পেটে ধীরে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন পিছন থেকে তাঁর লম্বা গাউন সামলে ছিলেন পরিচালক নীরজ। সঙ্গে ছিলেন ইশান খট্টরও। Photo: Instagram

জাহ্নবী যখন কান উৎসবের লাল কার্পেটে ধীরে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন পিছন থেকে তাঁর লম্বা গাউন সামলে ছিলেন পরিচালক নীরজ। সঙ্গে ছিলেন ইশান খট্টরও। Photo: Instagram