সঙ্গী খুশি হবে, যৌনজীবনে আসবে জোয়ার, সহবাসের ঠিক আগেই খান এই খাবার
Physical Intimacy:আপনিও কি এই সমস্যাতেই ভুগছেন? লজ্জায় কাউকে বলতে পারছেন না? তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এ সব খাবার। এই ধরনের খাবার যৌন চাহিদা বাড়াতে সাহায্য করবে পাশাপাশি সুস্থ রাখবে শরীরও। জেনে নিন কী খাবেন আজ থেকেই।
1 / 8
যৌনমিলনে অনীহা দেখা যায় অনেকের। ফলে যৌন জীবনে ভাঁটা পড়ে, যার প্রভাব পড়ে স্বামী-স্ত্রীর সম্পর্কে। যৌন চাহিদা নিয়ে খোলামেলা আলোচনা করতে সংকোচবোধ করেন অনেকে। (ছবি:Pinterest)
2 / 8
তাই এসব নিয়ে কথা বলতে চান না তাঁরা। ফলে এ সব সমস্যা মনেই থেকে যায়, এর কোনও সুরাহা হয় না। আপনিও কি এই সমস্যাতেই ভুগছেন? লজ্জায় কাউকে বলতে পারছেন না? (ছবি:Pinterest)
3 / 8
তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এ সব খাবার। এই ধরনের খাবার যৌন চাহিদা বাড়াতে সাহায্য করবে পাশাপাশি সুস্থ রাখবে শরীরও। (ছবি:Pinterest)
4 / 8
যৌনচাহিদা বাড়াতে সাহায্য করে কলা। এতে উপস্থিত পুষ্টিগুণ যৌন ইচ্ছা বাড়ায়। তাই ডায়টে রোজ একটি করে কলা রাখুন। এ ছাড়া খেতে হবে আপেল। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আপেল জননাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে যৌন চাহিদা বাড়ে। (ছবি:Pinterest)
5 / 8
যৌনজীবনে জোয়ার আনতে খেতে পারেন দুধ। তবে এক্ষেত্রে লো ফ্যাট দুধ খেলে বেশি উপকার পাবেন। সুস্থ থাকতে নারী-পুরুষ উভয়েরই রসুন খাওয়া উচিত। (ছবি:Pinterest)
6 / 8
এতে রয়েছে ভরপুর লাইসিন। রসুন নারী-পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে। রোজ এক কোয়া রসুন চিবিয়ে খান। উপকার পাবেন।(ছবি:Pinterest)
7 / 8
যৌন ক্ষমতা বাড়াতে সপ্তাহে এক থেকে দু'দিন মধু খান। তবে শুধু খেলেই হবে না গরম জলে মধু মিশিয়ে খেতে পারেন। (ছবি:Pinterest)
8 / 8
যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য নিতে পারেন লবঙ্গর। বিশেষজ্ঞরা পুরুষদের লবঙ্গ খাওয়ার পরামর্শ দেন। গরম জলে লবঙ্গ দিয়ে খেলে বাড়ে স্পার্ম কাউন্ট। (ছবি:Pinterest)