Horror Films: বৃষ্টি ভেজা রাত জমে উঠুক এই সব গা ছমছমে ভূতের সিনেমার সঙ্গে

Aug 03, 2024 | 10:36 PM

অন্ধকার ঘরে, গা ছমছমে পরিবেশের রোমাঞ্চই আলাদা। তবে 'উইশলিস্টে' কোনও সিনেমা না থাকলেও চিন্তা নেই। এই প্রতিবেদনে রইল সেরা ৭ এর হদিস।

1 / 8
একেই বৃষ্টি, তার উপর কাল রবিবার। এই সুযোগে রাত জেগে একটা ভুতের সিনেমা দেখাই যায়! কী বলেন? আর তা যদি হলিউডের নতুন সেরা ভূতের সিনেমাগুলির একটি তা হলে তো কথাই নেই। অন্ধকার ঘরে, গা ছমছমে পরিবেশের রোমাঞ্চই আলাদা। তবে 'উইশলিস্টে' কোনও সিনেমা না থাকলেও চিন্তা নেই। এই প্রতিবেদনে রইল সেরা ৭ এর হদিস।

একেই বৃষ্টি, তার উপর কাল রবিবার। এই সুযোগে রাত জেগে একটা ভুতের সিনেমা দেখাই যায়! কী বলেন? আর তা যদি হলিউডের নতুন সেরা ভূতের সিনেমাগুলির একটি তা হলে তো কথাই নেই। অন্ধকার ঘরে, গা ছমছমে পরিবেশের রোমাঞ্চই আলাদা। তবে 'উইশলিস্টে' কোনও সিনেমা না থাকলেও চিন্তা নেই। এই প্রতিবেদনে রইল সেরা ৭ এর হদিস।

2 / 8
দ্য মেনু - মার্ক মাইলডের পরিচালনায় ১৮ নভেম্বর ২০২২ সালে মুক্তি পায়ন এই ছবি। এক দম্পতি খাদ্য পেশার সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে নিয়ে এক শেফ-এর ব্যক্তিগত দ্বীপের বিশেষ রেস্তোরাঁয় ডিনারে যান। নানাবিধ রহস্যময় কান্ড ঘটতে থাকে। যা যেমন নৃশংস, তেমনই গা ছমছম করে ওঠা ভয়ের!

দ্য মেনু - মার্ক মাইলডের পরিচালনায় ১৮ নভেম্বর ২০২২ সালে মুক্তি পায়ন এই ছবি। এক দম্পতি খাদ্য পেশার সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে নিয়ে এক শেফ-এর ব্যক্তিগত দ্বীপের বিশেষ রেস্তোরাঁয় ডিনারে যান। নানাবিধ রহস্যময় কান্ড ঘটতে থাকে। যা যেমন নৃশংস, তেমনই গা ছমছম করে ওঠা ভয়ের!

3 / 8
বডিজ বডিজ বডিজ - ১৪ মার্চ ২০২২ সালে হালিনা রেইজনের পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রাচেল সেনট, আমান্ডলা স্টেনবার্গ, পিট ডেভিডসন, প্রমুখ। 'হারিকেন' সুপার সাইক্লোনের সময় এক প্রত্যন্ত প্রাসাদে ২০ জনের মতো একটা দল আটকে পড়ে। এবং তার মধ্যেই পার্টি, এবং তারই সঙ্গে ভয়াল সব ঘটনা। হ্যারিকেনের চেয়েও যেন আরও ভয়ার্ত সব অনুভূতি।

বডিজ বডিজ বডিজ - ১৪ মার্চ ২০২২ সালে হালিনা রেইজনের পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রাচেল সেনট, আমান্ডলা স্টেনবার্গ, পিট ডেভিডসন, প্রমুখ। 'হারিকেন' সুপার সাইক্লোনের সময় এক প্রত্যন্ত প্রাসাদে ২০ জনের মতো একটা দল আটকে পড়ে। এবং তার মধ্যেই পার্টি, এবং তারই সঙ্গে ভয়াল সব ঘটনা। হ্যারিকেনের চেয়েও যেন আরও ভয়ার্ত সব অনুভূতি।

4 / 8
নোপ - জর্ডান পিলের পরিচালনায় ২২ জুলাই ২০২২ সালে মুক্তি পায় এই ছবি। ড্যানিয়েল কালুইয়া, কেকে পামের, স্টিভেন ইয়ান, প্রমুখ অভিনয় করেছেন। বিজ্ঞান নির্ভর ভয়ের সিনেমা। ক্যালিফোর্নিয়ার হেউড পরিবার চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোড়া প্রশিক্ষণ দিত। তাঁদের একটি খামার ছিল। এক দিন সেখানে আকাশ থেকে ধাতব বস্তু পড়ে। তার আঘাতে সিনিয়র হেউড মারা যান। তারপর থেকে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা!

নোপ - জর্ডান পিলের পরিচালনায় ২২ জুলাই ২০২২ সালে মুক্তি পায় এই ছবি। ড্যানিয়েল কালুইয়া, কেকে পামের, স্টিভেন ইয়ান, প্রমুখ অভিনয় করেছেন। বিজ্ঞান নির্ভর ভয়ের সিনেমা। ক্যালিফোর্নিয়ার হেউড পরিবার চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোড়া প্রশিক্ষণ দিত। তাঁদের একটি খামার ছিল। এক দিন সেখানে আকাশ থেকে ধাতব বস্তু পড়ে। তার আঘাতে সিনিয়র হেউড মারা যান। তারপর থেকে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা!

5 / 8
দ্য ব্ল্যাক ফোন - স্কট ডেরিকসনের এই ছবি মুক্তি পেয়েছিল ২৪ জুন ২০২২। একটা ভয়ঙ্কর ভয় ধরানো দুঃস্বপ্নের ফাঁদ পাতে এক 'সিরিয়াল কিলার'। তার একের পর এক শিকারকে ফাঁদে ফেলা। যার শেষ পরিণতি তাঁর কাছেও ভয়ের হয়ে দাঁড়ায়! ইথান হক, মাসোন থামেস, মিগুয়েল মোরা, এবং বাকিদের অভিনয় এই সিনেমার অন্যতম সম্পদ।

দ্য ব্ল্যাক ফোন - স্কট ডেরিকসনের এই ছবি মুক্তি পেয়েছিল ২৪ জুন ২০২২। একটা ভয়ঙ্কর ভয় ধরানো দুঃস্বপ্নের ফাঁদ পাতে এক 'সিরিয়াল কিলার'। তার একের পর এক শিকারকে ফাঁদে ফেলা। যার শেষ পরিণতি তাঁর কাছেও ভয়ের হয়ে দাঁড়ায়! ইথান হক, মাসোন থামেস, মিগুয়েল মোরা, এবং বাকিদের অভিনয় এই সিনেমার অন্যতম সম্পদ।

6 / 8
স্ক্রিম - মোট ৬ সিরিজের প্রথম চারটের পরিচালনা করেছেন ওয়েস্ট ক্রাভেন। এবং পরের দুটো পরিচালনা করেছেন ম্যাট বেত্তিনেল্লি এবং ক্রিস্টোফার ল্যান্ডন।  শেষ ২৬ বছরে একের পর এক নৃশংস খুনের ঘটনায় এক কালের শান্ত শহর উডসবরো ভয়ে কাঁটা। আপাতত সর্বশেষ ছবিতে এসেছে আরেক ভূতের মুখোশ পরা নতুন খুনী। 'ঘোস্টফেস' নামে পরিচিত সেই খুনীর লক্ষ্যবস্তু এক হাইস্কুলের ছাত্র, যে কিনা তার মায়ের হত্যা-বার্ষিকীতে বন্ধুদের নিয়ে এক প্রতিশোধের পরিকল্পনা আঁটছে।

স্ক্রিম - মোট ৬ সিরিজের প্রথম চারটের পরিচালনা করেছেন ওয়েস্ট ক্রাভেন। এবং পরের দুটো পরিচালনা করেছেন ম্যাট বেত্তিনেল্লি এবং ক্রিস্টোফার ল্যান্ডন। শেষ ২৬ বছরে একের পর এক নৃশংস খুনের ঘটনায় এক কালের শান্ত শহর উডসবরো ভয়ে কাঁটা। আপাতত সর্বশেষ ছবিতে এসেছে আরেক ভূতের মুখোশ পরা নতুন খুনী। 'ঘোস্টফেস' নামে পরিচিত সেই খুনীর লক্ষ্যবস্তু এক হাইস্কুলের ছাত্র, যে কিনা তার মায়ের হত্যা-বার্ষিকীতে বন্ধুদের নিয়ে এক প্রতিশোধের পরিকল্পনা আঁটছে।

7 / 8
স্মাইল - সোসি বেকন, কাইল গালনার, কেটলিন স্ট্যাসি অভিনীত এবং পার্কার ফিন পরিচালিত এই ছবি মুক্তি পায় ৩০ সেপ্টেম্বর ২০২২। রোজ কাটার নামে এক তরুণী মনোবিদ একজন মানসিক রোগীর উদ্ভট আত্মহত্যা চাক্ষুষ করার পর থেকে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকে। ক্রমে নিজে বিশ্বাস করতে আরম্ভ করে সে সব অতিপ্রাকৃত ঘটনায়। এবং নিজেই ক্রমশ ভয়ার্ত সব কান্ড করতে শুরু করে দেয়।

স্মাইল - সোসি বেকন, কাইল গালনার, কেটলিন স্ট্যাসি অভিনীত এবং পার্কার ফিন পরিচালিত এই ছবি মুক্তি পায় ৩০ সেপ্টেম্বর ২০২২। রোজ কাটার নামে এক তরুণী মনোবিদ একজন মানসিক রোগীর উদ্ভট আত্মহত্যা চাক্ষুষ করার পর থেকে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকে। ক্রমে নিজে বিশ্বাস করতে আরম্ভ করে সে সব অতিপ্রাকৃত ঘটনায়। এবং নিজেই ক্রমশ ভয়ার্ত সব কান্ড করতে শুরু করে দেয়।

8 / 8
বার্বারিয়ান - চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেট্রয়েট চষে বেড়াচ্ছিল এক তরুণী। সে জন্য শহরের একটা জায়গায় একটা ভাড়া বাড়ি 'বুক' করেন তিনি। গভীর রাতে সেই ভাড়া বাড়িতে পৌঁছে তরুণী দেখে বাড়িটি আরও একজন ভাড়া নিয়েছে। তার পর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। ছবিটিতে অভিনয় করেছেন বিল স্কার্সগার্ড, জাস্টিন লং, জর্জিনা ক্যাম্পবেল সহ বাকিরা। ৯ সেপ্টেম্বর ২০২২ সালে মুক্তি পায় এই ছবি।

বার্বারিয়ান - চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেট্রয়েট চষে বেড়াচ্ছিল এক তরুণী। সে জন্য শহরের একটা জায়গায় একটা ভাড়া বাড়ি 'বুক' করেন তিনি। গভীর রাতে সেই ভাড়া বাড়িতে পৌঁছে তরুণী দেখে বাড়িটি আরও একজন ভাড়া নিয়েছে। তার পর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। ছবিটিতে অভিনয় করেছেন বিল স্কার্সগার্ড, জাস্টিন লং, জর্জিনা ক্যাম্পবেল সহ বাকিরা। ৯ সেপ্টেম্বর ২০২২ সালে মুক্তি পায় এই ছবি।

Next Photo Gallery