Neha Dhupia Controversy: ‘হয় সেক্স বিক্রি হয়, নয় শাহরুখ’, নেহার বোল্ড মন্তব্য ঘিরে শোরগোল নেটপাড়ায়

Pathaan Success: বছর ঘুরতেই পালা বদল ঘটল বক্স অফিসের চেনা ছন্দে। শাহরুখ খানের হাত ধরে পাঠান ছবি ছন্দে ফেরাল সিনেপাড়াকে।

| Edited By: জয়িতা চন্দ্র

Jan 29, 2023 | 2:12 PM

1 / 6
গত এক বছরের চেষ্টায় হাতে গোনা কয়েকটি ছবি মাত্র বক্স অফিসে জায়গা করে নিয়েছে। তবে তা যে বিশাল অঙ্কের ব্যবসা করেছে এমনটা নয়। গঙ্গুবাই কাথিওয়াড়ি, ব্রহ্মাস্ত্র, ভুল ভুলাইয়া ২, দৃশ্যম ছবি ছাড়া তেমন খুব একটা ছবিতে প্রথম সারিতে উঠে আসতে দেখা যায়নি।

গত এক বছরের চেষ্টায় হাতে গোনা কয়েকটি ছবি মাত্র বক্স অফিসে জায়গা করে নিয়েছে। তবে তা যে বিশাল অঙ্কের ব্যবসা করেছে এমনটা নয়। গঙ্গুবাই কাথিওয়াড়ি, ব্রহ্মাস্ত্র, ভুল ভুলাইয়া ২, দৃশ্যম ছবি ছাড়া তেমন খুব একটা ছবিতে প্রথম সারিতে উঠে আসতে দেখা যায়নি।

2 / 6
তবে বছর ঘুরতেই পালা বদল ঘটল বক্স অফিসের চেনা ছন্দে। শাহরুখ খানের হাত ধরে পাঠান ছবি ছন্দে ফেরাল সিনেপাড়াকে। বক্স অফিসে ইতিমধ্যেই ৩০০ কোটি পেড়িয়েছে আয়।

তবে বছর ঘুরতেই পালা বদল ঘটল বক্স অফিসের চেনা ছন্দে। শাহরুখ খানের হাত ধরে পাঠান ছবি ছন্দে ফেরাল সিনেপাড়াকে। বক্স অফিসে ইতিমধ্যেই ৩০০ কোটি পেড়িয়েছে আয়।

3 / 6
শাহরুখ খানের এই সাফল্য দেখেই স্মৃতিতে ফিরলেন নেহা ধুপিয়া। ২০ বছর আগে ভাইরাল হয়েছিল তাঁর একটি পোস্ট। যেখানে তিনি জানিয়েছিলেন, 'হয় সেক্স বিক্রি হয়, নয় শাহরুখ'।

শাহরুখ খানের এই সাফল্য দেখেই স্মৃতিতে ফিরলেন নেহা ধুপিয়া। ২০ বছর আগে ভাইরাল হয়েছিল তাঁর একটি পোস্ট। যেখানে তিনি জানিয়েছিলেন, 'হয় সেক্স বিক্রি হয়, নয় শাহরুখ'।

4 / 6
সোশ্যাল মিডিয়ায় পাঠান বক্স অফিস রেকর্ড দেখে নেহা ধুনিয়ার করা সেই মন্তব্যকে তুলে ধরলেন এক ভক্ত। স্পষ্ট সমর্থন করলেন নেহার কথা। যা নজর আসে খোদ অভিনেত্রীর। তিনিও গা ভাসালেন পাঠান ঝড়ে।

সোশ্যাল মিডিয়ায় পাঠান বক্স অফিস রেকর্ড দেখে নেহা ধুনিয়ার করা সেই মন্তব্যকে তুলে ধরলেন এক ভক্ত। স্পষ্ট সমর্থন করলেন নেহার কথা। যা নজর আসে খোদ অভিনেত্রীর। তিনিও গা ভাসালেন পাঠান ঝড়ে।

5 / 6
সেই পোস্ট দেখেই নেহা ফিরলেন তাঁর পুরোনো স্মৃতিতে। লিখলেন, ২০ বছর আগে আমি ঠিকই ছিলাম। এটা একজন অভিনেতার কেরিয়ার নয়, বরং রাজার রাজত্ব। যা ঘিরে চর্চা তুঙ্গে।

সেই পোস্ট দেখেই নেহা ফিরলেন তাঁর পুরোনো স্মৃতিতে। লিখলেন, ২০ বছর আগে আমি ঠিকই ছিলাম। এটা একজন অভিনেতার কেরিয়ার নয়, বরং রাজার রাজত্ব। যা ঘিরে চর্চা তুঙ্গে।

6 / 6
নেহা ধুপিয়া একটা সময় একের পর এক বোল্ড চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে তিনি ওটিটি থেকে শুরু করে একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত। তবে কিং-এর এই সাফল্য সেলিব্রেট করতে ভুললেন না তিনি।

নেহা ধুপিয়া একটা সময় একের পর এক বোল্ড চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে তিনি ওটিটি থেকে শুরু করে একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত। তবে কিং-এর এই সাফল্য সেলিব্রেট করতে ভুললেন না তিনি।