Pujoy Pulse 2025: মুখ দিলেই মিলবে টক-মিষ্টির স্বাদ, পুজোর আগেই হাজির পালস ট্যাবলো

Durga Puja: এবার এসে গেল পাল 'গোল-কা-মোল', অর্থাৎ যাকে বলে গোলের মূল্য। তেঁতুলের স্বাদে ভরা 'পালস গোলমোল' ফিরিয়ে আনবে অতীতের টক-মিষ্টির চেনা স্বাদ। আর প্রতি বছরের মতো এই বছরেও প্রচারের সবটুকু জুড়ে থাকবে দুর্গাপুজোর গন্ধ।

Sep 04, 2025 | 3:17 PM

1 / 8
আর হাতে কয়েকটা দিন। তারপরই দুর্গাপুজো। কেনাকাটা থেকে পুজোর শপিং, মণ্ডপের প্রস্তুতি তুঙ্গে। আর পুজো মানেই পুজোয় পালস। প্রতি বছরের মতো এবারও হাজির পুজোয় পালস (২০২৫)।

আর হাতে কয়েকটা দিন। তারপরই দুর্গাপুজো। কেনাকাটা থেকে পুজোর শপিং, মণ্ডপের প্রস্তুতি তুঙ্গে। আর পুজো মানেই পুজোয় পালস। প্রতি বছরের মতো এবারও হাজির পুজোয় পালস (২০২৫)।

2 / 8
গত দু'বছরের সুন্দর কিছু মুহূর্ত আর অভিজ্ঞতাকে সঙ্গী করে তৃতীয় পর্বে আবার পালস ক্যান্ডি এল একেবারে নতুন চেহারায়। জানেন এবারের ক্যান্ডির নতুন নাম কী?

গত দু'বছরের সুন্দর কিছু মুহূর্ত আর অভিজ্ঞতাকে সঙ্গী করে তৃতীয় পর্বে আবার পালস ক্যান্ডি এল একেবারে নতুন চেহারায়। জানেন এবারের ক্যান্ডির নতুন নাম কী?

3 / 8
এবার এসে গেল পালস 'গোল-কা-মোল'

এবার এসে গেল পালস 'গোল-কা-মোল'

4 / 8
আর প্রতি বছরের মতো এই বছরেও প্রচারের সবটুকু জুড়ে থাকবে দুর্গাপুজোর গন্ধ।

আর প্রতি বছরের মতো এই বছরেও প্রচারের সবটুকু জুড়ে থাকবে দুর্গাপুজোর গন্ধ।

5 / 8
বাংলার মহিলা ও বাঙালি ঐতিহ্য-সংস্কৃতিকে সম্মান জানাতেই এবার পালস নাম দিয়েছে 'গোল কা মোল' অর্থাৎ গোলের মূল্য। তা সে সিঁদুরের টিপের সাজ হোক বা রসগোল্লা মিষ্টি, হাতের বালার শব্দ হোক বা পুজোর থালার পবিত্রতা!

বাংলার মহিলা ও বাঙালি ঐতিহ্য-সংস্কৃতিকে সম্মান জানাতেই এবার পালস নাম দিয়েছে 'গোল কা মোল' অর্থাৎ গোলের মূল্য। তা সে সিঁদুরের টিপের সাজ হোক বা রসগোল্লা মিষ্টি, হাতের বালার শব্দ হোক বা পুজোর থালার পবিত্রতা!

6 / 8
Pujoy Pulse 2025: মুখ দিলেই মিলবে টক-মিষ্টির স্বাদ, পুজোর আগেই হাজির পালস ট্যাবলো

7 / 8
সেই কারণেই পালস বাংলার এই আবহমান ঐতিহ্যকে সম্মান জানাচ্ছে। পাশাপাশি সম্মান জানানো হচ্ছে মহিলাদের। যাঁরা এই প্রবহমান সংস্কৃতি এবং জীবনের প্রতি পর্বে ঘটে চলা পরিবর্তনের ধারক ও বাহক।

সেই কারণেই পালস বাংলার এই আবহমান ঐতিহ্যকে সম্মান জানাচ্ছে। পাশাপাশি সম্মান জানানো হচ্ছে মহিলাদের। যাঁরা এই প্রবহমান সংস্কৃতি এবং জীবনের প্রতি পর্বে ঘটে চলা পরিবর্তনের ধারক ও বাহক।

8 / 8
আর তাই পুজোয় পালস তাদের তৃতীয় পর্বে উদযাপন করছে বাংলা ও বাঙালির আবেগ-ঐতিহ্য় ও সংস্কৃতিকে।

আর তাই পুজোয় পালস তাদের তৃতীয় পর্বে উদযাপন করছে বাংলা ও বাঙালির আবেগ-ঐতিহ্য় ও সংস্কৃতিকে।