আর তিন দিন পরেই বড় বদল!দু’হাত ভরে টাকা পাবে তিন রাশির জাতক
TV9 Bangla Digital | Edited By: utsha hazra
Dec 24, 2024 | 6:06 PM
বৈদিক শাস্ত্র মতে শনিকে সবচেয়ে কার্যকারী গ্রহ বলে ধরা হয়। সবচেয়ে ধীর গতিতে চলে এই রাশি। তাই প্রায় আড়াই বছর ধরে একই রাশিতে থাকে এই গ্রহ। একটি রাশি চক্র সম্পূর্ণ করতে শনির সময় লাগে প্রায় ৩০ বছর।
1 / 8
বৈদিক শাস্ত্র মতে শনিকে সবচেয়ে কার্যকারী গ্রহ বলে ধরা হয়। সবচেয়ে ধীর গতিতে চলে এই রাশি।
2 / 8
তাই প্রায় আড়াই বছর ধরে একই রাশিতে থাকে এই গ্রহ। একটি রাশি চক্র সম্পূর্ণ করতে শনির সময় লাগে প্রায় ৩০ বছর।
3 / 8
২৭ ডিসেম্বর রাত ১০টা ৪২ মিনিটে প্রবেশ করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি।
4 / 8
শনি বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে ১২ টি রাশির মধ্যে তিন রাশির জাতক নতুন বছরে অনেক ধরনের সুযোগ সুবিধা পেতে চলেছে।
5 / 8
কোন কোন রাশির জাতকরা নতুন বছরে উপকার পাবেন।
6 / 8
চলতি বছরে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। বৃহস্পতি এই রাশির ঊর্ধ্বমুখী ঘরে অবস্থিত। বহস্পতির নক্ষত্রে শনির প্রবেশের কারণে রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি প্রচুর আর্থইক লাভও পেতে পারে।
7 / 8
পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ কন্যা রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। গুরুর কৃপায় সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। দীর্ঘ দিনের অমীমাংসিত কাজ শেষ হতে পারে।
8 / 8
শনি রাশির পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। আয়ের নতুন উত্স খুলতে পারে। আর্থিক লাভের পাশাপাশি সঞ্চয়েও সফল হতে পারেন।