শুয়েছিলেন রাস্তায়, ভাড়া বাড়িতে বিয়ে, আজ সেই অভিনেতার ছবিই ১০০০ কোটি

Jan 26, 2024 | 2:39 PM

Bollywood Untold Story: মানুষের মনে যেভাবে তাঁর রাজত্ব ঠিক সেভাবেই তিনি নিজের পকেটের দাপটে বিশ্বজুড়ে নাম কামিয়েছেন।একটা সময় রাস্তায়ও শুয়েছেন তিনি। থেকে ছিলেন স্টেশনে। সেখানে থেকেই তাঁর যাত্রা শুরু। বিয়ে করে ভাড়া বাড়িতে থাকা থেকে শুরু করে ফুলশয্যার রাতে থাকতে হয়েছে শুটিং সেটে।

1 / 8
বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে এখন কিং খান রাজত্ব করলেও তাঁর অতীত জুড়ে রয়েছে একাধিক না পাওয়া-না-বলা কাহিনি। যা মাঝে মধ্যেই আবেগঘন করে তোলে তাঁকে।

বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে এখন কিং খান রাজত্ব করলেও তাঁর অতীত জুড়ে রয়েছে একাধিক না পাওয়া-না-বলা কাহিনি। যা মাঝে মধ্যেই আবেগঘন করে তোলে তাঁকে।

2 / 8
আজ যাঁর পকেটে ৭০০০ কোটি টাকা, তিনি একটা সময় স্কুলে পড়তে গিয়ে রীতিমত হোঁচট খেয়েছিলেন। তিনি একাধিকবার স্বীকাপ করে নিয়েছিলেন যে তিনি দুরন্ত ছিলেন।

আজ যাঁর পকেটে ৭০০০ কোটি টাকা, তিনি একটা সময় স্কুলে পড়তে গিয়ে রীতিমত হোঁচট খেয়েছিলেন। তিনি একাধিকবার স্বীকাপ করে নিয়েছিলেন যে তিনি দুরন্ত ছিলেন।

3 / 8
তাঁর নানা রকমের ড্রামাতে অতিষ্ট ছিল পরিবার থেকে স্কুলের শিক্ষকেরা। মুখে যেন নানা অজুহাত লেগেই থাকত তাঁর। যার ফলে শিক্ষকেরা তাঁকে মারতেও পারতেন না। কিন্তু একটা সময় হয় যখন তাঁকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন পরিবারের মাথায় হাত।

তাঁর নানা রকমের ড্রামাতে অতিষ্ট ছিল পরিবার থেকে স্কুলের শিক্ষকেরা। মুখে যেন নানা অজুহাত লেগেই থাকত তাঁর। যার ফলে শিক্ষকেরা তাঁকে মারতেও পারতেন না। কিন্তু একটা সময় হয় যখন তাঁকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন পরিবারের মাথায় হাত।

4 / 8
কারণ টাকা, মাইনে দিতে পারতেন না তাঁর মা-বাবা। শৈশবের একাধিক স্মৃতি এভাবেই বারে বারে ফিরে আসতে গেখা যায় শাহরুখ খানের নানা আলোচনায়। ঝড়ের গতিতে যা ভাইরাল। অর্থের কষ্ট, অর্থের অভাব এক সময় ছিল নিত্য সঙ্গী।

কারণ টাকা, মাইনে দিতে পারতেন না তাঁর মা-বাবা। শৈশবের একাধিক স্মৃতি এভাবেই বারে বারে ফিরে আসতে গেখা যায় শাহরুখ খানের নানা আলোচনায়। ঝড়ের গতিতে যা ভাইরাল। অর্থের কষ্ট, অর্থের অভাব এক সময় ছিল নিত্য সঙ্গী।

5 / 8
তবে এখন পরিস্থিতি আকাশ পাতাল ফারাক। কিং খান এখন সত্যিই কিং। মানুষের মনে যেভাবে তাঁর রাজত্ব ঠিক সেভাবেই তিনি নিজের পকেটের দাপটে বিশ্বজুড়ে নাম কামিয়েছেন।

তবে এখন পরিস্থিতি আকাশ পাতাল ফারাক। কিং খান এখন সত্যিই কিং। মানুষের মনে যেভাবে তাঁর রাজত্ব ঠিক সেভাবেই তিনি নিজের পকেটের দাপটে বিশ্বজুড়ে নাম কামিয়েছেন।

6 / 8
একটা সময় রাস্তায়ও শুয়েছেন তিনি। থেকে ছিলেন স্টেশনে। সেখানে থেকেই তাঁর যাত্রা শুরু। বিয়ে করে ভাড়া বাড়িতে থাকা থেকে শুরু করে ফুলশয্যার রাতে থাকতে হয়েছে শুটিং সেটে।

একটা সময় রাস্তায়ও শুয়েছেন তিনি। থেকে ছিলেন স্টেশনে। সেখানে থেকেই তাঁর যাত্রা শুরু। বিয়ে করে ভাড়া বাড়িতে থাকা থেকে শুরু করে ফুলশয্যার রাতে থাকতে হয়েছে শুটিং সেটে।

7 / 8
শাহরুখ খানের এই লড়াইয়ের সঙ্গে প্রথম থেকেই ছিলেন গৌরী খান। ঝড়ের গতিতে ভাইরাল আজ শাহরুখের সফর শুরুর কাহিনি। এভাবেও স্বপ্নে বিশ্বাস রাখা যায়।

শাহরুখ খানের এই লড়াইয়ের সঙ্গে প্রথম থেকেই ছিলেন গৌরী খান। ঝড়ের গতিতে ভাইরাল আজ শাহরুখের সফর শুরুর কাহিনি। এভাবেও স্বপ্নে বিশ্বাস রাখা যায়।

8 / 8
চেয়েছিলেন গোটা দুনিয়ায় রাজত্ব করতে। আজ লাখ লাখ মানুষের মনে তাঁর বাস। তাঁর ছবি মানেই সর্বনিম্ন ১০০ কোটির ব্যবসা।

চেয়েছিলেন গোটা দুনিয়ায় রাজত্ব করতে। আজ লাখ লাখ মানুষের মনে তাঁর বাস। তাঁর ছবি মানেই সর্বনিম্ন ১০০ কোটির ব্যবসা।