পুলিশি অনুমোদনের জটিলতায় আপাতত বাতিল নাড্ডা-র রথযাত্রা

Debasmita Chakraborty

|

Updated on: Feb 25, 2021 | 10:43 AM

আপাতত স্থগিত বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

মেলেনি পুলিশের অনুমতি। আপাতত স্থগিত বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP President J P Nadda) পরিবর্তন যাত্রা (Paribartan Yatra)। পুলিশি অনুমোদনের জটিলতায় আপাতত বাতিল রথযাত্রা। তবে জেপি নাড্ডার (J P Nadda) বাকি কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার নৈহাটিতে কর্মসূচি রয়েছে নাড্ডার। তিনি এদিন নৈহাটির (Naihati) কাঁঠালপাড়ার সাহিত্যিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ও সংগ্রহশালায় যাবেন। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারাকপুরের বাড়িতেও শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। জনসভা রয়েছে বারাকপুরে।