বর্ধমানের জাতীয় সড়কে ১৪ জনকে পিষে দিল লরি

Debasmita Chakraborty

|

Updated on: Feb 24, 2021 | 6:54 PM

জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা।

জাতীয় সড়কে (National highway) ফের ভয়াবহ দুর্ঘটনা। ধূপগুড়ির পর এবার  বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়ক(National highway)।  পালসিট স্টেশনের কাছে , সন্ধ্যে ৬টা নাগাদ, একটি লরি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজনকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু ঘটে। গুরুতর জখম হন ১৪ জন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।