T20 World Cup 2021: রুবেন-ফ্রাইলিঙ্কদের দাপটে স্কটদের হারাল নামিবিয়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2021 | 11:05 PM

সুপার-১২ (Super 12) এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে নামিবিয়ার বোলারদের দাপট দেখা গেল। স্কটদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন রুবেল ট্রাম্পেলম্যান, জ্যান ফ্রাইলিঙ্করা। যার জেরে মাত্র ১০৯ রানে আটকে গেল ব্যারিংটনরা।

T20 World Cup 2021: রুবেন-ফ্রাইলিঙ্কদের দাপটে স্কটদের হারাল নামিবিয়া
প্রথম ওভারেই তিন স্কট ব্যাটারকে ফেরান রুবেন, ঘুরে যায় ম্যাচের মোড় (ছবি-টুইটার)

Follow Us

স্কটল্যান্ড ১০৯-৮ (২০ ওভার)
নামিবিয়া ১১৫-৬ (১৯.১ ওভার)
৪ উইকেটে জয়ী নামিবিয়া

আবু ধাবি: এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) প্রথম বার মূল পর্বে পৌঁছে আগেই ইতিহাস গড়েছে নামিবিয়া (Namibia)। এ বার ম্যাচ জিতেও দেশের ক্রিকেটে অন্য মাত্রা যোগ করল গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus) দল। টসে জিতে স্কটদের প্রথমে ব্যাট করতে পাঠান নামিবিয়ার ক্যাপ্টেন। আফগানিস্তানের বিরুদ্ধে স্কটদের আগের ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন স্কট ক্যাপ্টেন কাইল কোয়ের্টজার। তাঁর বদলে আজ স্কটল্যান্ডকে নেতৃত্ব দিলেন রিচি ব্যারিংটন (Richie Berrington)। সুপার-১২ (Super 12) এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে নামিবিয়ার বোলারদের দাপট দেখা গেল। স্কটদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেন রুবেল ট্রাম্পেলম্যান, জ্যান ফ্রাইলিঙ্করা। যার জেরে মাত্র ১০৯ রানে আটকে গেল ব্যারিংটনরা।

স্কটদের ইনিংসে প্রথম ওভারের প্রথম বলেই ওপেনার জর্জ মুনসিকে ফিরিয়ে চমক দেখান রুবেল ট্রাম্পেলম্যান। তবে তিনি সেখানেই থেমে থাকেননি। ওই ওভারেই তৃতীয় ও চতুর্থ বলে প্রথমে ক্যালাম ম্যাকলয়েড ও রিচি ব্যারিংটনের উইকেট তুলে নেন রুবেন। শুরুতেই স্কটিশ ব্যাটিং লাইন আপে ধস নামাতে থাকে নামিবিয়ার বোলাররা। একটা সময় মিচেল লিস্কদের স্কোরবোর্ডে ১০০ রান দেখতে পাওয়াটাও রীতিমতো মুশকিল দেখাচ্ছিল। পাওয়ার প্লে-র মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্কটরা। তবে তারপর মিচেল লিস্ক ক্রিস গ্রিয়েভাসের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। স্কটদের হয়ে আজ সর্বোচ্চ রান মিচেল লিস্কের (৪৪), দ্বিতীয় সর্বোচ্চ রান ক্রিস গ্রিয়েভাসের (২৫) এবং তৃতীয় সর্বোচ্চ রান এসেছে ম্যাথু ক্রসের (১৯) ব্যাট থেকে। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে স্কটল্যান্ড।

নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২০ বলে ১১০ রান। ছোট টার্গেট তাড়া করতে নেমে কোনও তাড়াহুড়ো করেনি নামিবিয়ার ব্যাটারার। ৫.৩ ওভারে নামিবিয়াকে প্রথম ঝটকা দেন সাফিয়ান শরিফ। ১৮ রান করে সাজঘরে ফেরেব ওপেনার মাইকেল ভ্যান লিঙ্গেন। ৯.১ ওভারে দ্বিতীয় সাফল্য পায় স্কটল্যান্ড। জেন গ্রিনের উইকেট তুলে নেন ক্রিস গ্রিয়েভাস (৯)। এর পর ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাসকে ফিরিয়ে নামিবিয়াকে তৃতীয় ধাক্কা দেন মিচেল লিস্ক। ৪ রান করে সাজঘরে ফেরেন লিস্ক। এরপর ফর্মে থাকা ক্রেগ উইলিয়ামসকে সাজঘরে পাঠান মার্ক ওয়াট। ২৯ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন নামিবিয়ার ওপেনার উইলিয়ামস। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ডেভিড উইজি ও জেজে স্মিট জুটি। ৩৫ রানের পার্টনারশিপ গড়ার পর এই জুটিতে ভাঙন ধরান মিচেল লিস্ক। ১৬ রান করে সাজঘরে ফেরেন ডেভিড উইজি। এরপর ক্রিজে আসেন জ্যান ফ্রাইলিঙ্ক। জয়ের সামনে থাকা নামিবিয়ার সেই সময় প্রয়োজন ছিল ১০ রান। শেষ বেলায় উইকেট দিয়ে বসেন ফ্রাইলিঙ্ক (২)। পিকি ইয়া ফ্রান্সের সঙ্গে দলকে জেতান স্মিট। ২০তম ওভারের প্রথম বলে ছয় মেরে দলকে জেতালেন স্মিট। ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন স্মিট।

প্রথম বার কুড়ি-বিশের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে শুধু খেললই না নামিবিয়া। স্কটদের ব্যাটিং ভরাডুবিতে বড় অবদান নামিবিয়ার বোলাররা। আবু ধাবিতে ২ পয়েন্ট তুলে নিয়ে দেশের ক্রিকেটে এক অন্য মাত্রা যোগ করল ঈগলসরা।

Next Article