AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কঠিন পরিস্থিতিতে টিম গেমে ভরসা শঙ্করলালের

৮ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৭ নম্বরে মহমেডান

কঠিন পরিস্থিতিতে টিম গেমে ভরসা শঙ্করলালের
| Edited By: | Updated on: Feb 22, 2021 | 5:01 PM
Share

কলকাতা: পরপর দু ম্যাচে হার। স্প্যানিশ কোচ হোসে হেভিয়ার বিদায়। চিফ কোচ হিসাবে শঙ্করলাল চক্রবর্তীর দায়িত্ব নেওয়া। এই অবস্থায় আই লিগের ডু অর ডাই ম্যাচে চেন্নাই সিটির মুখোমুখি হচ্ছে মহমেডান। লিগ তালিকার ৭ নম্বরে থেকে কল্যাণীতে মাঠে নামছে সাদা-কালো শিবির। লিগ তালিকার প্রথম ছয় দল চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলবে।

দলের খারাপ সাম্প্রতিক ফর্মের মতই নতুন কোচ শঙ্করলালের চিন্তা বাড়িয়েছে ফুটবলারেদর চোটাঘাত সমস্যা। হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অরিজিৎ বাগুই। চোটের কারণে অনিশ্চিত হীরা মণ্ডল আর আসির আখতারও। কঠিন পরিস্থিতিতেও দমছেন না ময়দানের পোড়খাওয়া কোচ শঙ্করলাল চক্রবর্তী। তিনি বলছেন, ‘এত কম সময়ে সব কিছু পরিবর্তন করা যাবে না। তাই টিম গেমের ওপরই জোর দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন:গোলাপি টেস্ট অন্যরকম হবে, বলছেন স্টোকস

চেন্নাই ম্যাচে গোলের জন্য পেড্রো মানজির দিকে তাকিয়ে মহমেডান। সাদা-কালো জর্সিতে পুরনো দলের বিরুদ্ধে নামছে পেড্রো। তারকা স্ট্রাইকারকে নিয়ে আশাবাদী শঙ্করলাল। মহমেডান কোচ বলছেন, ‘পেড্রো ভালো স্ট্রাইকার। সময় কম। তাও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’