গেমিং অ্যাপের নয়া ঝলক! নিজের পছন্দমতো খেলার সুযোগ পাবেন দঙ্গল গেমসে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 13, 2021 | 4:24 PM

সংস্থার দাবি, মাত্র ২ বছরের মধ্যে আট কোটি মানুষের কাছে জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে পারা যাবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

গেমিং অ্যাপের নয়া ঝলক! নিজের পছন্দমতো খেলার সুযোগ পাবেন দঙ্গল গেমসে
ছবিটি প্রতীকী

Follow Us

দক্ষতার ভিত্তিতে গেমিং প্ল্যাটফর্মে নয়া অ্যাপ চালুর করার ঘোষণা করেছে দঙ্গল গেমস। এই অ্যাপটি একটি ফ্ল্যাগশিপ ইউনিফাইড মাল্টি গেমিং প্ল্যাটফর্ম যেখানে একসঙ্গে ফোর বল পুলস ক্যারাম, রেসিং, ক্ুইজ ইত্যাদির মতো নৈমিত্তিক গেমগুলির মাধ্যমে ভারতের বেশি সংখ্যক মানুষের কাছে আকর্ষণের হয়ে ওঠে।

অ্যাপ্লিকেশনটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ব্য়বহারকারীদের কাছে সেরা গেমিংয়ের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দঙ্গল গেমস অ্য়াপ চালু করার পাশাপাশি আমরা নিত্যদিনের জন্যগেমিং ও ফ্ল্যাগশিপ পণ্যগুলিএক ছাদের তলায় নিচে আনা হয়েছে, যেখানে ব্যবহারকারীর পছন্দ অনুসারে বৈচিত্র্যময় বিকল্পের সুযোগ পেতে পারেন।

সংস্থার দাবি, মাত্র ২ বছরের মধ্যে আট কোটি মানুষের কাছে জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে পারা যাবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই গেমসে অত্যাধুনিক জিজািন ও আভ্যন্তরীন বিকাশের জন্য তৈরি করা হয়েছে। দঙ্গল গেমস খেলোয়াড়দের মানসিকতা বোঝার দক্ষতা, উন্নত প্রযুক্তি এবং তাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতার মাধ্যমে লঞ্চ করেছে নয়া ঝলক।

আরও পড়ুন: নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট ব্লিডিংয়ের মতো বিশাল গ্রহাণুর ধাক্কায় ধ্বংস হতে পারে পৃথিবী! উদ্বিগ্ন নাসা

 

Next Article