Jio 5G Support: এই দুটো ফোনে রিলায়েন্স জিও-র 5G নেটওয়ার্ক চলবে, আপনার মোবাইলে চলবে কি না, বুঝবেন কীভাবে?

5G লঞ্চ হওয়ার আগেই ভারতে গুচ্ছের 5G স্মার্টফোন লঞ্চ করে গিয়েছে। কিন্তু সেই সব ফোনই কি 5G সাপোর্ট করবে, যা এখন একটা বড় প্রশ্ন। কীভাবে বুঝবেন, আপনার হাতে যে 5G ফোনটি রয়েছে, তা আদৌ 5G সাপোর্ট করবে কি না।

Jio 5G Support: এই দুটো ফোনে রিলায়েন্স জিও-র 5G নেটওয়ার্ক চলবে, আপনার মোবাইলে চলবে কি না, বুঝবেন কীভাবে?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 1:48 PM

5G নিলামে অধিকাংশ ব্যান্ডই কিনে নিয়েছে রিলায়েন্স জিও, যা টেলিকম জগৎে একপ্রকার বিপ্লব। জিও টেলিকম যে স্পেকট্রামগুলি অধিগ্রহণ করেছে, সেই তালিকায় রয়েছে 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz এবং 26GHz। কিন্তু এত স্পেকট্রাম ক্রয় করার পরেও জিও-র 5G নেটওয়ার্ক চলবে গুটিকয়েক স্মার্টফোনে। এদিকে বিগত বেশ কিছু বছর ধরে ভারতের বাজারে একের পর 5G স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। প্রাথমিক ভাবে ফ্ল্যাগশিপ সেগমেন্টে, তারপর মিড-রেঞ্জ, আর এখন বাজেট সেগমেন্টেও পাল্লা দিয়ে 5G হ্যান্ডসেট লঞ্চ হচ্ছে। প্রশ্নটা এখানেই। 5G লঞ্চের আগেই ভারতে এখন 5G স্মার্টফোনের ছড়াছড়ি, সত্যিই সেগুলি 5G সাপোর্ট করবে তো? উত্তরটা খুবই সহজ। আপনার 5G ফোনটি আদৌ 5G সাপোর্ট করবে কি না, তা আপনিই জেনে নিতে পারবেন। কীভাবে, সেই উত্তরই খুঁজে দেখব আমরা।

বেশির ভাগ স্মার্টফোনই 4 বা 5 ব্যান্ড সাপোর্ট করে। কিছু আবার 11 থেকে 12 ব্যান্ড সাপোর্ট করে। এখানে আরও একটা প্রশ্ন উঠছে যে, কোন ব্যান্ড কাজে লাগিয়ে টেলিকম সংস্থাগুলি তাদের 5G পরিষেবা অফার করবে? রিলায়েন্স জিও এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা। মুম্বইয়ের টেলিকম জায়ান্টটির কাস্টমার বেস যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সংখ্যায় বিরাট। পাশাপাশি, সংস্থাটি 5G নিলামেও সবথেকে বেশি অর্থ খরচ করেছে।

দেশের মোট 22টি সার্কেলে 5G স্পেকট্রাম অধিগ্রহণ করেছে রিলায়েন্স জিও। তার মধ্যে রয়েছে লো-ব্যান্ড, মিডব্যান্ড এবং mmওয়েভ স্পেকট্রাম। যে 5G ব্যান্ডগুলির স্পেকট্রাম রিলায়েন্স জিও ক্রয় করেছে, সেই তালিকায় রয়েছে 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz এবং 26GHz।

স্মার্টফোনগুলি যে 5G ব্যান্ড সাপোর্ট করবে, সেগুলি শুরুই হচ্ছে N সিরিজ় দিয়ে। আর সেই দিকে তাকিয়েই সংস্থাটি স্পেকট্রাম ক্রয় করেছে N28, N5, N3, N77 এবং N258 ব্যান্ডের। এক্ষেত্রে 5G পরিষেবা গোটা ভারতে উপলব্ধ হতে চলেছে 700MHz-এ, যা আসলে N28 ব্যান্ড। এর অর্থ হল, আপনার স্মার্টফোনে যদি উপরোক্ত ব্যান্ডগুলি থাকে, তাহলে আপনি কেবলই রিলায়েন্স জিও-র 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।

iQOO 9T ভারতে খুব সম্প্রতি লঞ্চ হয়েছে। এই ফোনটি N1, N3, N5, nN8, N28, N40, N41, N77, N78 ব্যান্ড সাপোর্ট করে। জিও 5G এই ফোনে সাপোর্ট করবে ব্যান্ডগুলির জন্যই। পাশাপাশি, শাওমি সম্প্রতি ভারতে Redmi K50i নিয়ে হাজির হয়েছে। এই ফোনটি N1, N3, N5, N7, N8, N20, N28A, N38, N40, N41, N77 এবং N78 সাপোর্ট করে। আপনি যদি জিও-র ব্যান্ডগুলির দিকে তাকান, তাহলেই বুঝবেন যে, এই ফোনটিও জিও-র 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

আপনিও খুব সহজে আপনার 5G ফোনের ব্যান্ড সাপোর্ট চেক করতে পারেন। তার জন্য আপনাকে সেই স্মার্টফোন ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবার আপনাকে ফোনের মডেল নম্বরটি দিয়ে সার্চ করতে হবে এবং একটি নির্দিষ্ট পেজে নিয়ে যাওয়া হবে আপনাকে। সেখান থেকেই এই কানেক্টিভিটি অর্থাৎ 5G ব্যান্ড সাপোর্ট সম্পর্কে জানতে পারবেন।