AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reliance Jio-র 152 টাকার প্ল্যানে ধামাকা অফার, সারা মাস আনলিমিটেড কলিং ও ডেটা

Jio Cheapest Plan: Jio-র একটি প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের মাত্র 152 টাকা খরচ করে হয়। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ইন্টারনেট সহযোগে রয়েছে আরও একাধিক অফার। এখন Jio 152 টাকার প্ল্যানে গ্রাহকরা আর কী সুবিধা পাবেন, তা-ই একবার দেখে নেওয়া যাক।

Reliance Jio-র 152 টাকার প্ল্যানে ধামাকা অফার, সারা মাস আনলিমিটেড কলিং ও ডেটা
সস্তার জিও প্ল্যানে মারাত্মক অফার।
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 2:02 PM
Share

Reliance Jio তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের চাহিদা অনুযায়ীই প্ল্যানগুলি নিয়ে আসে মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। তবে কোম্পানির ঝুলিতে এমনই একটা প্ল্যান রয়েছে, যা নিয়ে বহুদিন ধরেই চর্চা চলে আসছে। আর সেই চর্চার একটাই কারণ— কম খরচে এমন প্ল্যান প্রতিযোগী আরও কোনও টেলিকম সংস্থার কাছে নেই। Jio-র সেই প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের মাত্র 152 টাকা খরচ করে হয়। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ইন্টারনেট সহযোগে রয়েছে আরও একাধিক অফার। এখন Jio 152 টাকার প্ল্যানে গ্রাহকরা আর কী সুবিধা পাবেন, তা-ই একবার দেখে নেওয়া যাক।

Jio 152 টাকার প্ল্যান

152 টাকার রিচার্জ প্ল্যানে Reliance Jio তার গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি অফার করে। প্রতিদিন প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যান 0.5GB ডেটা। অর্থাৎ সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে গ্রাহকরা এই প্রিপেড প্যাকে মোট 14GB ডেটা উপভোগ করতে পারেন। অন্যান্য প্যাকের মতোই এই প্ল্যানেও রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। সেই কারণেই প্ল্যানটি সবথেকে বেশি পরিমাণে রিচার্জও হয়। এত কম খরচে এই পরিমাণ ডেটা, সঙ্গে প্রায় এক মাস ভ্যালিডিটি ও আনলিমিটেড কলিংয়ের অফার এই মুহূর্তে বেসরকারি আর কোনও টেলিকম সংস্থার কাছে নেই।

অফারের এখানেই শেষ নয়। এছাড়াও এই Jio প্ল্যানে গ্রাহকদের 300 SMS অফার করা হয়। Jio TV, Jio Cinema, Jio Security থেকে শুরু করে সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যান কাস্টমাররা। তবে এই প্ল্যান কিন্তু সমস্ত জিও ব্যবহারকারীরা রিচার্জ করতে পারবেন না। একমাত্র যেসব কাস্টমারের কাছে JioPhone রয়েছে, একমাত্র তাঁরাই ব্যবহার করতে পারবেন 152 টাকার JioPhone রিচার্জ প্ল্যান।

Jio 91 টাকার প্ল্যান

রিলায়েন্স জিও-র ঝুলিতে আরও একটি রিচার্জ প্ল্যান, যা সস্তার এবং কেবলই JioPhone ব্যবহারকারীদের অফার করা হয়। সেই 91 টাকার JioPhone প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড পর্যন্ত গ্রাহকদের আনলিমিটেড কলিং অফার করা হয়। পাশাপাশি 50 SMS এবং প্রতিদিন 100MB করে হাই-স্পিড ডেটাও অফার করা হয়। অর্থাৎ সব মিলিয়ে এই প্ল্যানে জিওফোন ব্যবহারকারীরা পেয়ে যান প্রায় 3GB ডেটা।