One Thousand Sacked: বছর শুরু হল চাকরি খুইয়ে
Kamarhati News: কাঁচাপাটের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল। যার জেরে বছরের শুরুতেই কাজ হারালেন ১ হাজার শ্রমিক। তারপরই ছড়াল উত্তেজনা। কিন্তু আচমকা জুট মিল বন্ধের কারণটাই বা কী?
উত্তর ২৪ পরগনা: কাঁচাপাটের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল। যার জেরে বছরের শুরুতেই কাজ হারালেন ১ হাজার শ্রমিক। তারপরই ছড়াল উত্তেজনা। কিন্তু আচমকা জুট মিল বন্ধের কারণটাই বা কী?
মালিকপক্ষ সেই নোটিসে জানিয়েছে, কাঁচাপাটের আকাশছোঁয়া দামের জেরে তাতে হাত দেওয়া সম্ভব হচ্ছে না। আর কাঁচামাল ছাড়া মিল চালানো সম্ভব নয়। অগত্যা মিল বন্ধ রাখার সিদ্ধান্ত উপনীত হয়েছেন তাঁরা। অবশ্য কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে বলেই মত শ্রমিকদের।
Latest Videos
মালদহে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, কারণ ঘিরে অস্বস্তিতে TMC
ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও
শুভেন্দুর জেলায় তৃণমূলের 'অস্ত্র'-ই কি হাতিয়ার হবে বিজেপির?
ভোটের আগে এগরায় কী চলছে তৃণমূলে? চিন্তা বাড়ল শাসকদলের
