AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

One Thousand Sacked: বছর শুরু হল চাকরি খুইয়ে

One Thousand Sacked: বছর শুরু হল চাকরি খুইয়ে

Avra Chattopadhyay

|

Updated on: Jan 06, 2026 | 2:04 PM

Share

Kamarhati News: কাঁচাপাটের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল। যার জেরে বছরের শুরুতেই কাজ হারালেন ১ হাজার শ্রমিক। তারপরই ছড়াল উত্তেজনা। কিন্তু আচমকা জুট মিল বন্ধের কারণটাই বা কী?

উত্তর ২৪ পরগনা: কাঁচাপাটের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল। যার জেরে বছরের শুরুতেই কাজ হারালেন ১ হাজার শ্রমিক। তারপরই ছড়াল উত্তেজনা। কিন্তু আচমকা জুট মিল বন্ধের কারণটাই বা কী?

মালিকপক্ষ সেই নোটিসে জানিয়েছে, কাঁচাপাটের আকাশছোঁয়া দামের জেরে তাতে হাত দেওয়া সম্ভব হচ্ছে না। আর কাঁচামাল ছাড়া মিল চালানো সম্ভব নয়। অগত্যা মিল বন্ধ রাখার সিদ্ধান্ত উপনীত হয়েছেন তাঁরা। অবশ্য কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে বলেই মত শ্রমিকদের।