৩ তলা বাড়ি ভেঙে পড়ল, বাসিন্দারা আতঙ্কে! মৃত ১ জনের
যার জেরে গুরুতর আহত হন নীচের তলার ঘরে শুয়ে থাকা ওই বৃদ্ধা-সহ ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধা ও বাকি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা জানায়, চাঙড়ের আঘাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। পা ভেঙেছে তাঁর ভাইয়ের।
পার্ক সার্কাসে লোহারপুলের পাশে ভয়াবহ দুর্ঘটনা। ঘুমের মধ্যেই প্রাণ গেল এক বৃদ্ধার। ‘খুনি’ জরাজীর্ণ বাড়ি। আহত হয়েছেন বৃদ্ধার ভাই ও এক বছর দশেকের শিশুও। মৃতের ভাইয়ের পা ভেঙে গিয়েছে বলেই জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত তিনটে-সাড়ে তিনটের মধ্য়ে। পার্ক সার্কাসের লোহারপুলের পাশেই স্থিতু এই তিন তলা বাড়ি। যার নীচের তলায় পরিবারের সঙ্গে থাকতেন বৃদ্ধা রাবিয়া খাতুন। গত রাতে আচমকা সেই জরাজীর্ণ বাড়ির এক তলার ছাদের চাঙড় ভেঙে পড়ে। যার জেরে গুরুতর আহত হন নীচের তলার ঘরে শুয়ে থাকা ওই বৃদ্ধা-সহ ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধা ও বাকি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা জানায়, চাঙড়ের আঘাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। পা ভেঙেছে তাঁর ভাইয়ের।

