TMC And BJP: আজ ব্লকে ব্লকে ‘ভোটাধিকার রক্ষা’ মিছিল, শীতঘুম কাটানোর বার্তা অভিষেকের
আত্মতুষ্টি নয়, যুদ্ধের সময়, সাফ কথা অভিষেকের। আগামী ২২ দিন কর্মীদের মাটি আকড়ে থাকার নির্দেশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। কাজ সিরিয়াস না হলে দল রাখবে না, সাফ বার্তা অভিষেকের। সূত্রের খবর, দলের মেগা ভার্চুয়াল মিটিংয়ে এ কথা বলেছেন।
বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী– এসআইআর আবহে তৃণমূল যেন এটাই পণ করেছে। দলের রণসজ্জা দেখে তেমনটাই যেন মনে করছেন রাজনীতির কারবারিরা। কোর্ট হোক রাস্তায় সর্বত্রই সরব ঘাসফুল শিবির। ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের ব্লকে ব্লকে হবে তৃণমূল কংগ্রেসের মিছিল। প্রতি ব্লকে দু’টি করে মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বুথে বুথে ভোটরক্ষা কমিটি গড়তে হবে। আত্মতুষ্টি নয়, যুদ্ধের সময়, সাফ কথা অভিষেকের। আগামী ২২ দিন কর্মীদের মাটি আকড়ে থাকার নির্দেশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। কাজ সিরিয়াস না হলে দল রাখবে না, সাফ বার্তা অভিষেকের। সূত্রের খবর, দলের মেগা ভার্চুয়াল মিটিংয়ে এ কথা বলেছেন। পাল্টা দিলেন দিলীপ ঘোষও।

