বিজেপির কাজের হিসেব চাইলেন অভিষেক
শনিবারের সভায় দাঁড়িয়ে অভিষেক আরও বলেন, "আলিপুরদুয়ারকে পাঁচে পাঁচ করতে হবে। নির্বাচনে প্রতিদান দিতে হবে। আলিপুরদুয়ার থেকে বিজেপিকে আনম্যাপ করে দেখাতে হবে। এবার আলিপুরদুয়ার ৫০ শতাংশ আসনে জিতেছে তৃণমূল বুথে । আগামীতে ১০০ শতাংশ বুথে যেটাতে হবে।"
তৃণমূল ঘরে ঘরে উন্নয়নের খতিয়ান পৌঁছে দিচ্ছে, কিন্তু বিজেপির কাজের খতিয়ান কই! আলিপুরদুয়ারে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপিরও উচিত মানুষকে কাজের খতিয়ান দেওয়া।
শনিবারের সভায় দাঁড়িয়ে অভিষেক আরও বলেন, “আলিপুরদুয়ারকে পাঁচে পাঁচ করতে হবে। নির্বাচনে প্রতিদান দিতে হবে। আলিপুরদুয়ার থেকে বিজেপিকে আনম্যাপ করে দেখাতে হবে। এবার আলিপুরদুয়ার ৫০ শতাংশ আসনে জিতেছে তৃণমূল বুথে । আগামীতে ১০০ শতাংশ বুথে যেটাতে হবে।” গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের পাঁচের মধ্যে পাঁচটি আসনেই হেরে গিয়েছিল তৃণমূল। এদিন সেই আসন থেকেই উত্তরবঙ্গ সফর শুরু করলেন অভিষেক।

