৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাল্টা এবার কোরান পাঠ!

|

Dec 08, 2025 | 2:43 PM

Quran Chanting in Murshidabad: রবিবার, ৭ ডিসেম্বর যখন ব্রিগেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হল, সঙ্গে সঙ্গেই পাল্টা কোরান পাঠের কথা বললেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে কোরান পাঠের আয়োজন করবেন বলে ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক।

এ যেন ধর্মের লড়াই। রাম মন্দির-বাবরি মসজিদের বিতর্ক বহু দশকের। অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। সেখানে বাবরি মসজিদ তৈরির কথা থাকলেও, তার আগেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছেন হুমায়ুন কবীর।আর এই সবের মাঝে রবিবার, ৭ ডিসেম্বর যখন ব্রিগেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হল, সঙ্গে সঙ্গেই পাল্টা কোরান পাঠের কথা বললেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে কোরান পাঠের আয়োজন করবেন বলে ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক। তাঁর বক্তব্য, গীতা পাঠ করিয়ে বিজেপি যেমন ক্ষমতা দখল করতে চাইছে, ঠিক তেমনই কোরান পাঠ করিয়ে বিধানসভায় আরও বেশি মুসলমান বিধায়ক চাইছেন হুমায়ুন। আসলে সবই ধর্মের পালে হাওয়া দিয়েই ভোট বৈতরণী পার করার চেষ্টা!