FIFA World Cup 2022: বিশ্বকাপের বল আল রিহলার রহস্য

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 17, 2022 | 10:37 PM

কাতারের বিশ্বযুদ্ধে (Qatar World Cup 2022) সব দলের একটাই অস্ত্র। ফুটবল। কেমন হল এ বারের বিশ্বকাপের বল?

কাতারের বিশ্বযুদ্ধে (Qatar World Cup 2022) সব দলের একটাই অস্ত্র। ফুটবল। কেমন হল এ বারের বিশ্বকাপের বল? খুঁটি নাটি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কৌস্তভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। কাতার বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলের নাম আল রিহলা। আরবি ভাষায় আল রিহলা-র (Al Rihla) অর্থ হল দ্য জার্নি। অর্থাৎ সফর। কাতারের সংস্কৃতি, স্থাপত্য ফুটিয়ে তোলা হয়েছে বলের ডিজাইন থেকে রংয়ে। পাশাপাশি বলটিকে ফুটবলারদের জন্য করা হয়েছে নিখুঁত। বলের বাউন্স থেকে সুইং কোনও কিছু নিয়েই ফুটবলারদের সমস্যা পড়তে হবে না বলে দাবি বল প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের।২০ নভেম্বর শুরু হচ্ছে এ বারের ফুটবল বিশ্বকাপ। মোট ৩২টি দেশ এ বারের বিশ্বকাপে খেলবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আল রিহলা বল দিয়ে খেলা শুরু করবে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর।