FIFA World Cup 2022: ম্যান ইউ বিতর্ক ভুলে বিশ্বকাপে বিভোর রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 17, 2022 | 10:52 PM

পর্তুগিজদের অধরা স্বপ্নকে সার্থক করে দেশকে বিশ্বকাপ এনে দেওয়াকেই পাখির চোখ করেছেন অধিনায়ক রোনাল্ডো ও তাঁর দল।

এখন বিশ্বকাপেই মনোনিবেশ করছেন সিআর সেভেন। নিজের টুইটার হ্যান্ডেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) লিখেছেন তাঁর সম্পূর্ণ ফোকাস এখন ২০২২ কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। পুরোদস্তুর অনুশীলনে গোটা দল। ঐক্যবদ্ধ পর্তুগাল দল একটি লক্ষ্যেই দৌড়চ্ছে এখন। পর্তুগিজদের অধরা স্বপ্নকে সার্থক করে দেশকে বিশ্বকাপ এনে দেওয়াকেই পাখির চোখ করেছেন অধিনায়ক রোনাল্ডো ও তাঁর দল।

সম্প্রতি একটি সাক্ষাতকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে একহাত নিয়েছেন সিআর সেভেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যা কিছু ভুল সব কিছুর দায় যেন তাঁর। ওল্ড ট্র্যফোর্ডের এই রকম মনোভাবকে তীব্রভাবে নস্যাৎ করেছেন সিআর সেভেন। দ্য সান পত্রিকাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হ্যাগকে তিনি শ্রদ্ধা করতে পারেন না। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন ছেড়ে যাবার পর থমকে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাঁর ক্লাবের কর্মকর্তারা এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন। তারমধ্যেই পর্তুগাল দল নিয়ে রোনাল্ডোর এই বক্তব্য।