বোমার আঘাতে জখম মন্ত্রী জাকির হোসেন
মন্ত্রীর সামনেই বোমা বিস্ফোরণ হয়।
বুধবার রাতে মুর্শিদাবাদ থেকে কলকাতার পথে রওনা দেন জাকির হোসেন। নিমতিতা স্টেশন থেকে তিস্তা তোর্সা ট্রেন ধরার কথা ছিল তাঁর। স্টেশন ধরে হেঁটে যাওয়ার সময়ই আগুনের ফুলকি আর ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে স্টেশনচত্বর। একেবারে মন্ত্রীর সামনেই বোমা বিস্ফোরণ হয়।
Latest Videos