Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar Son: তুতো বোন নাওমিকার সঙ্গে ছবি সামনে আরভের, তারপরই...

Akshay Kumar Son: তুতো বোন নাওমিকার সঙ্গে ছবি সামনে আরভের, তারপরই…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jan 13, 2024 | 9:22 PM

‘হোমোফোবিয়া’–খুবই পরিচিত এক শব্দবন্ধ। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সমকামী সম্পর্কে আছেন এমন কোনও ব্যক্তিকে দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়া। দুনিয়াজুড়ে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এবার এই হোমোফোবিয়ারই সম্মুখীন হতে হল অক্ষয় কুমারের ছেলে আরভ কুমারকে।

কঙ্গনার প্রেমিক?
মুম্বইয়ের সালোঁ-র বাইরে এক বিদেশি পুরুষের হাত ধরে বেরিয়ে আসতে দেখা যায় বলিউডের অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। কে সেই পুরুষ? তিনিই কি কঙ্গনার প্রেমিক? তেমনটাই মনে করছেন কঙ্গনার অনুগামীরা। সুদর্শন বিদেশি পুরুষের হাত ধরে বেরিয়ে আসার সময় ‘কুইন’ কঙ্গনার মুখে লেগেছিল মিষ্টি হাসি। সেই হাসি দেখে অনুগামীদের অনুমান, নতুন প্রেমে দারুণ ভাল আছেন অভিনেত্রী।

নিমন্ত্রিত ২৫০০
১৩ জানুয়ারি মুম্বইয়ে আমিরের একমাত্র কন্যা ইরা খানের রিসেপশন। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সলমন খান থেকে শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রসূন যোশী, রাজকুমার হিরানি, অনুষ্কা শর্মা-সহ খ্যাতনামা সব তারকা। থাকছে রকমারি খাবার। তবে ইরার রিসেপশনের অনুষ্ঠানে বিদেশি খাবার নয়, বরং রয়েছে ভারতের ৯ রাজ্যের নানা ধরনের পদ।

অগস্ত্যর হতাশা
৭ ডিসেম্বর নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রথম ছবি ‘দ্য আর্চিজ়’। ‘দ্য আর্চিজ়’ ছবিটি স্ট্রিম করতে শুরু করার পরেই মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে দর্শকের থেকে। কারও ভাল লাগে, কারও মন্দ। তা দেখে হতাশ হয়েছেন অগস্ত্য। বলেছেন, “প্রথম-প্রথম বুঝতে পারতাম না, কীভাবে সমালোচনা সামলাব। কিন্তু এখন ধীরে-ধীরে অনেক কিছুর সঙ্গেই ধাতস্থ হয়ে যাচ্ছি আমি।”

অক্ষয়পুত্র সমকামী?
‘হোমোফোবিয়া’–খুবই পরিচিত এক শব্দবন্ধ। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সমকামী সম্পর্কে আছেন এমন কোনও ব্যক্তিকে দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়া। দুনিয়াজুড়ে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এবার এই হোমোফোবিয়ারই সম্মুখীন হতে হল অক্ষয় কুমারের ছেলে আরভ কুমারকে। নেপথ্যে তুতো বোন নাওমিকার সঙ্গে একটি ছবি। ছবিতে যেভাবে পোজ় দিয়েছেন আরভ, তা দেখার পর থেকেই অনেকর দাবি, তিনি সমকামী।

চুমু ভাইরাল
ভাইরাল এক ভিডিয়োয় দেখা গিয়েছে এক পুরুষকে চুমু খাচ্ছেন শাহরুখ খানের মেয়ে অভিনেত্রী সুহানা খান। কে সেই পুরুষ? ওই ভাইরাল ভিডিয়ো কি আদপে সত্যি? ভিডিয়োর এক ফোঁটাও মিথ্যে নয়। চুমুই খাচ্ছেন শাহরুখ কন্যা। যাকে চুমু খাচ্ছেন, তিনি সুহানার ‘রিউমরড’ প্রেমিক অগস্ত্যা নন্দা, যিনি অমিতাভ বচ্চনের নাতিও বটে। তবে চুমুর ভিডিয়োটি আসলে একটি রিল। গত ৭ ডিসেম্বর জোয়া আখতারের পরিচালনায় মুক্তি পাওয়া সিরিজ ‘দ্য আর্চিজ’-এর অংশ ওই চুমুর দৃশ্য।

অনুপমের বই প্রকাশ
গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় এক গল্প লেখকও। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর বই ‘বিনয়ের ব্রহ্মাদর্শন’। অনুপম জানিয়েছেন, বইটি একটি ছোট গল্পের সংকলন। নানা জ্যরেঁর গল্প আছে তাতে। সম্প্রতি পাঠকদের বইয়ে সইসাবুদও করেছেন গায়ক।

প্রতিজ্ঞা ভাঙলেন সৌরভ
মিষ্টি তিনি ছুঁয়ে দেখেন না, কিন্তু সুন্দরী নায়িকার অনুরোধ ফেরাতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী তিয়াসা রায়ের ঠাকুমা পিঠে-পুলি বানিয়েছিলেন সৌরভের জন্য। তা চেখে দেখলেন ‘দাদা’। একই সঙ্গে করলেন তারিফও।

কাজে ফিরলেন পৌষমিতা
দু’বছর আগে বিয়ে হয় ছোট পর্দার অভিনেত্রী পৌষমিতা গোস্বামীর। সদ্য মারা গিয়েছেন তাঁর স্বামী অর্ণব রায়। তিনিও বাংলা বিনোদন জগতের মানুষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। স্বামীকে হারানোর শোক সামলে দু’দিনের মাথাতেই কাজে ফিরেছেন পৌষমিতা। বলেছেন, “আমি জানি অর্ণবের সঙ্গে একদিন আমার দেখা হবেই।”

বুবলির এপারে ডেবিউ
পরিচালক রাশেদ রাহার ছবিতে এ পারে ডেবিউ হতে চলেছে বাংলাদেশি নায়িকা শবনম বুবলির। ছবিতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৌরভ দাস। দু’দিন পর থেকেই শুরু হবে শুটিং। উত্তরবঙ্গে ছবির বেশ কিছু অংশের শুট হবে বলে শোনা যাচ্ছে।