Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bacchan On Helen: কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে কী বললেন বিগ বি?

Amitabh Bacchan On Helen: কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে কী বললেন বিগ বি?

Nandan Paul

|

Updated on: Jan 11, 2024 | 5:24 PM

Amitabh Bacchan On Helen: পালিয়ে বলিউডে এশেছিলেন হেলেন। তারপর হয়ে উঠলেন তারকা। কোথা থেকে পালিয়েছিলেন হেলেন? কীভাবে পৌঁছলেন বলিউডে? হেলেনের অজানা কথা ফাঁস করলেন অমিতাভ বচ্চন

বলিউড। সাগরপাড়ের এক স্বপ্নের নাম। কত স্বপ্ন বাস্তব হয়েছে। আর কত স্বপ্ন সাগরপাড়ে তলিয়ে গিয়েছে। তার ইয়ত্তা নেই। কিন্তু বলিউডের টানে মুম্বইয়ের হাতছানি আর কে কবে এড়িয়ে যেতে পেরেছে? স্বপ্ননগরীতে কোনায় কোনায় থাকে স্বপ্নরা। স্বপ্নকে বাস্তবায়নের কঠিন লড়াই। শুধু স্বপ্ন নিয়ে আসাই নয়, কেউ কেউ আবার প্রাণভয়ে পালিয়ে এসেছিলেন মুম্বইতে। যেমন- হেলেন। সেই অজানা কথা এবার ফাঁস করলেন খোদ অমিতাভ বচ্চন। তাও আবার কোথায়? ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে। কী বলেছেন বিগবি? সামনে বসে থাকা প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন-

এমন কোন অভিনেত্রী যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা অর্থাৎ বর্তমানে মায়ানমার ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন। উত্তরটা কে জানে?

তিনি আর কেউ নন, তিনি বলিউডের অন্যতম ডান্সিং স্টার হেলেন। কী হয়েছিল হেলেনের সঙ্গে? কী হয়েছিল হেলেনের জানেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন মায়ানমারের উপরে আক্রমণ শুরু হয় তখন পরিবারের সকলের সঙ্গে নদী-নালা, জঙ্গল, পাহাড় পেরিয়ে ভারতে পৌঁছেছিলেন তিনি। সেই থেকে লড়াইয়ের শুরু। আজও বলিউডে কোনও ডান্সার এমন নাম করতে পারেননি। সেলিম খানকে বিয়ে করে সংসার বাঁধেন হেলেন। দুই মাকে একসঙ্গে নিয়েই থাকেন সলমন খান। তাই তো এক সাক্ষাৎকারে সেলিম খানের আরও এক পুত্র আরবাজ খান বলেছিলেন, “আমার বাবা হেলেন আন্টিকে আমাদের উপর চাপিয়ে দেননি। তিনি জানতেন, সন্তানদের তাঁদের মা’কে চাই। হেলেন আন্টিও কখনওই বাবার থেকে আমাদের আলাদা করার চেষ্টা করেননি। বাবা খুশি ছিলেন এটা ভেবেই যে জীবনে এমন কেউ আছেন যিনি তাঁর পাশে থাকবেন।”