ATM Card: এটিএম কার্ডের সিক্রেট তথ্য
টাকা তোলার জন্য অনেকেই ডেবিট কার্ড ব্যবহার করেন। ডেবিট কার্ডে ১৬ টি নম্বর থাকে। এই নম্বরগুলির বিশেষ মানে আছে। এই কার্ডের প্রথম যে ৬টি নম্বর থাকে, সেটা হল ব্য়াঙ্ক আইডেন্টিফিকেশন নম্বর।
টাকা তোলার জন্য অনেকেই ডেবিট কার্ড ব্যবহার করেন। ডেবিট কার্ডে ১৬ টি নম্বর থাকে। এই নম্বরগুলির বিশেষ মানে আছে। এই কার্ডের প্রথম যে ৬টি নম্বর থাকে, সেটা হল ব্য়াঙ্ক আইডেন্টিফিকেশন নম্বর। বাকি ১০টি নম্বরকে ইউনিক অ্যাকাউন্ট নম্বর বলা হয়। এই কার্ডে একটি বিশেষ হলোগ্রাম থাকে। কার্ডের প্রথম ৬টি নম্বর দেখে বোঝা যায় কোন সংস্থা এই কার্ডটা ইস্যু করেছে। ৭ থেকে ১৫ তম সংখ্যা দেখে বোঝা যায় গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারে। তবে ভয় পাওয়ার কারণ নেই, কেউ জানতে পারবে না গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর। ১৬তম সংখ্যাটিকে চেক ডিজিট বলা হয়।
এই নম্বর থেকে বোঝা যাবে কার্ডটির বৈধতার ব্যাপারে। এই ১৬টি সংখ্যার মাধ্যমে জানা যায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এটিএম কার্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকার জন্য গ্রাহকদের সতর্ক থাকা দরকার।