Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya Ram Mandir: অযোধ্যায় এবার বাংলার সংস্কৃতি

Ayodhya Ram Mandir: অযোধ্যায় এবার বাংলার সংস্কৃতি

Nandan Paul

|

Updated on: Jan 22, 2024 | 3:04 PM

Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে অযোধ্যায় সাজো সাজো রব। পৌঁছে গিয়েছেন এ বাংলার ছৌ শিল্পীরা। অযোধ্যা মেতে উঠল পুরুলিয়ার ছৌ নাচে।

বাংলার ছৌ শিল্পীরা অযোধ্যায়। পুরুলিয়ার ছৌ নৃত্য শিল্পীরা অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিনে ছৌ নাচের প্রদর্শন করলেন অযোধ্যার রাজপথে। অকাল বোধন করেছিলেন রঘুপতি রাজা রাম। আর রাম মন্দিরের উদ্বোধনের দিনে পুরুলিয়ার দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মহিষাসুর আর সিংহ নিয়ে হাজির রাম জন্মভূমি অযোধ্যায়।

শিল্পীরা কয়েকদিন আগে এসে পৌঁছেছেন মন্দির নগরী অয্যোধ্যায়। ২২ জানুয়ারি সারাদিন অযোধ্যায় ছৌ নাচের অনুষ্ঠান করবেন পুরুলিয়ার শিল্পীরা। এখনও তাঁদের রামের দর্শন হয়নি। ছৌ শিল্পীদের আসা অযোধ্যা ছাড়ার আগে তাঁদের রাম লালার দর্শন হবে।

এর আগে তুলসী মঞ্চ ও রাম গদাতে অনুষ্ঠান করেছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা। এই ছৌ শিল্পীরা ১৯ জানুয়ারি এসে পৌঁছেছেন মন্দির নগরী অযোধ্যায়।