Ayodhya Ram Mandir, Tarapith: রাম মন্দির উদ্বোধনের দিন তারাপীঠে বিশেষ পুজো
Ayodhya Ram Mandir, Tarapith: রাম মন্দির উদ্বোধনের দিন কী বিশেষ পুজোর আয়োজন তারাপীঠে? প্রসাদে কী বিশেষত্ব রয়েছে?
অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির চত্বরে মহাযজ্ঞ হচ্ছে। এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সন্ন্যাস সমিতি তারাপীঠ খন্ডের পক্ষ থেকে। এই মহাযজ্ঞে উপস্থিত রয়েছেন তারাপীঠের সমস্ত সেবাইতরা। কী কী হচ্ছে আজ তারাপীঠে? তারাপীঠে সকাল ১১ টা থেকে শুরু হয়েছে এই মহাযজ্ঞ। তারাপীঠের এই মহাযজ্ঞের পর ২০০০ জন ভক্তকে প্রসাদ খাওয়ানো হবে বলে জানা যাচ্ছে। যজ্ঞের জন্য ব্যবহার করা হচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোগ্রাম ঘি। জ্বালানো হবে ১০৮ টি প্রদীপ। প্রসাদ বিতরণের জন্য রয়েছে কুড়ি থেকে বাইশ রকমের ফল। তারাপীঠে এখন সাজসাজ রব। রাম মন্দিরের উদ্বোধনের ঢেউ এসে পৌঁছেছে অযোধ্যা থেকে কয়েকশো মাইল দূরে বীরভূমের এই শাক্ত পুণ্যভূমিতেও।
Latest Videos