The Future of IVF: রোবটিক পদ্ধতিতে জন্মাল যমজ

The Future of IVF: রোবটিক পদ্ধতিতে জন্মাল যমজ

আসাদ মল্লিক

|

Updated on: May 03, 2023 | 4:14 PM

The Future of IVF: প্রথমবার রোবটের সাহায্যে দু’টি শিশুর জন্ম হয়েছে। রোবোটিক সূঁচের সাহায্যে মানুষের ডিম্বাণুতে শুক্রাণু প্রবেশ করানো হয়েছে। ভ্রূণটি ধীরে ধীরে বড় হয়েছে।

প্রথমবার রোবটের সাহায্যে দু’টি শিশুর জন্ম হয়েছে। রোবোটিক সূঁচের সাহায্যে মানুষের ডিম্বাণুতে শুক্রাণু প্রবেশ করানো হয়েছে। ভ্রূণটি ধীরে ধীরে বড় হয়েছে। অবশেষে দু’টি কন্যা শিশুর জন্ম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন প্রযুক্তির কারণে আইভিএফের খরচ অনেকটা কমবে । নিউ ইয়র্ক সিটির নিউ হোপ ফার্টিলিটি সেন্টারে ডিম্বাণুতে শুক্রাণু প্রবেশ করাতে একটি রোবোটিক সূঁচের ব্যবহার হয় । প্রক্রিয়ায় দু’টি সুস্থ ভ্রূণ তৈরি হয়, যা থেকে দু’টি মেয়ের জন্ম হয়। বিশ্বের প্রথম ইনসেমিনেশন রোবট নিয়ে কাজ করা বিজ্ঞানীদের মধ্যে একজন ভিডিয়ো গেমের রিমোটের ব্যবহার করেন। সোনি প্লে স্টেশন ৫ এর কন্ট্রোলার থেকে রোবটিক সূঁচটি সঠিক অবস্থানে রাখা হয়। ক্যামেরার সাহায্যে ডিম্বাণু পর্যবেক্ষণ করা হয়। সেই সূঁচ নিজে থেকেই এগিয়ে গিয়ে ডিম্বাণুর ভিতরে ঢুকে যায় । বিজ্ঞানীরা ডিম্বাণুর ভেতরে সিঙ্গেল স্পার্ম সেল ছেড়ে দেন। তারপরেই জন্ম নেয় দুই শিশু কন্যা। ওভারচার লাইফ নামে একটি স্টার্টআপ এই রোবটিক সূঁচ আবিষ্কার করেছে।