PM Modi in Bengal: ১৮ জানুয়ারি হাওড়ার বদলে সিঙ্গুরে হবে মোদীর জনসভা?
BJP Demands Modi Public Meeting in Singur: আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলায় জোড়া সভা করবেন তিনি। আগামী ১৭ জানুয়ারি মালদহে সভা করবেন মোদী। ১৮ জানুয়ারি সভা করবেন হাওড়ায়। তবে সেই সভা নিয়ে আবদার রয়েছে গেরুয়া শিবিরের।
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলায় জোড়া সভা করবেন তিনি। আগামী ১৭ জানুয়ারি মালদহে সভা করবেন মোদী। ১৮ জানুয়ারি সভা করবেন হাওড়ায়। তবে সেই সভা নিয়ে আবদার রয়েছে গেরুয়া শিবিরের।
বিজেপি সূত্রে খবর, রাজ্যের শীর্ষ নেতৃত্ব চায়, হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরেই জনসভা করা হোক। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সিঙ্গুরে বাড়তি জোর গেরুয়া শিবিরের। তাই সেই মর্মে মোদীর সভাও ওই সিঙ্গুরেই চান তাঁরা।
Latest Videos
