Balurghat Political News: কেন তৃণমূলের মঞ্চে বিজেপি বিধায়ক?

Balurghat Political News: কেন তৃণমূলের মঞ্চে বিজেপি বিধায়ক?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 8:22 PM

তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে পৌঁছে গেছিলেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। শুধু যাওয়া নয় তৃণমূলের মাইক হাতে বক্তব্য রাখেন তিনি। যা নিয়ে জেলা ও রাজ্য রাজনীতিতে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়।

তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে পৌঁছে গেছিলেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। শুধু যাওয়া নয় তৃণমূলের মাইক হাতে বক্তব্য রাখেন তিনি। যা নিয়ে জেলা ও রাজ্য রাজনীতিতে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। অবস্থান কর্মসূচিতে তৃণমূলের সময় কালে কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। যার পরই দক্ষিণ দিনাজপুর জেলার রাজ্য রাজনীতিতে ফের একবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে সত্যেন্দ্রনাথ রায় আবার কি তৃণমূলে ফিরছেন? যদিও এর উত্তরে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন তৃণমূল করার চেষ্টা করছেন তিনি বিজেপিতে রয়েছেন এবং আগামী দিনে বিজেপিতেই থাকবেন। তার নামে মিথ্যা অপ্রচার চালানো হচ্ছে। যদিও তৃণমূলের বক্তব্য যা বলেছেন সত্যেন্দ্রনাথ রায় তা তিনিই ভাল যাবে। এতে পরিস্কার করে বলা সম্ভব নয় তিনি কি করবেন বা কি করতে চাইছেন। তিনি যদি তৃণমূলে আসতে চান দল সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জেলা বিজেপির বক্তব্য সত্যেন্দ্রনাথ রায় বাড়ির সামনে অবৈভ ভাবে তৃণমূল অবরোধ বিক্ষোভ করে। বিধায়কের পথ আটকানো হয়। তখন তিনি সেই মঞ্চে যান এবং বাংলা কেন টাকা পাচ্ছ না তা তুলে ধরেন। তৃণমূল ভাবছে হয়তো সত্যেন রায় তৃণমূল যাবেন। তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে। ওই দলে কেউ আর যাবে না।