‘এই দড়ি গলায় লাগিয়ে আমি ঝুলব’, মাঝরাস্তায় ধুন্ধমার পরিস্থিতি
Nadia: সিইও দফতরের বাইরে বিএলও-দের একাংশের তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চলল সোমবার দুপুরে। বিএলও-দের দাবি, তাঁরা সিইও-র সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দফতরের সামনে এদিন রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এক বিএলও এদিন বলতে থাকেন, "আরও এক জনের বলি চাই? এই বলি আমি দেব। আমি এই দড়িটা গলায় লাগিয়ে এখানেই ঝুলব। আমি আত্মহত্যা করব।"
মুর্শিদাবাদে বিএলও-র আত্মহত্যার ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন বিএলও-রা। সিইও দফতরের বাইরে বিএলও-দের একাংশের তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চলল সোমবার দুপুরে। বিএলও-দের দাবি, তাঁরা সিইও-র সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দফতরের সামনে এদিন রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
এক বিএলও এদিন বলতে থাকেন, “আরও এক জনের বলি চাই? এই বলি আমি দেব। আমি এই দড়িটা গলায় লাগিয়ে এখানেই ঝুলব। আমি আত্মহত্যা করব।” ৫০ দিন পরও কোনও ইতিবাচক খবর নেই বলে দাবি করেছেন বিএলও।

