হঠাৎ এমন অপশন কেন? চমকে গেলেন BLO-রা
এসআইআর-এর হিয়ারিং চলছে। এরই মধ্যে এবার নতুন অপশনে ছড়াল বিভ্রান্তি। এতদিন ইআরও ও এইআরও-রাই নথি আপলোড করতেন। আর এবার পোর্টালে নতুন অপশন। তাহলে কি এতদিন তাঁরা আপলোড করেননি, প্রশ্ন উঠেছে। 'আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ড্যান্স'- এই অপশন দেওয়া হয়েছে। কারা সেখানে ছবি বা নথি আপলোড করবে, সেটা নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা এখনও পর্যন্ত নেই। এই নিয়ে শেষবেলায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিশনের তরফ থেকে এর কোনও স্পষ্ট উত্তর পাওয়া যয়নি।
এসআইআর-এর হিয়ারিং চলছে। এরই মধ্যে এবার নতুন অপশনে ছড়াল বিভ্রান্তি। এতদিন ইআরও ও এইআরও-রাই নথি আপলোড করতেন। আর এবার পোর্টালে নতুন অপশন। তাহলে কি এতদিন তাঁরা আপলোড করেননি, প্রশ্ন উঠেছে। ‘আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ড্যান্স’- এই অপশন দেওয়া হয়েছে। কারা সেখানে ছবি বা নথি আপলোড করবে, সেটা নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা এখনও পর্যন্ত নেই। এই নিয়ে শেষবেলায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিশনের তরফ থেকে এর কোনও স্পষ্ট উত্তর পাওয়া যয়নি।

