e হঠাৎ এমন অপশন কেন? চমকে গেলেন BLO-রা - Bengali News | BLOs are confused as new option here in portal | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎ এমন অপশন কেন? চমকে গেলেন BLO-রা

হঠাৎ এমন অপশন কেন? চমকে গেলেন BLO-রা

তন্নিষ্ঠা ভাণ্ডারী

|

Updated on: Jan 31, 2026 | 2:29 PM

Share

এসআইআর-এর হিয়ারিং চলছে। এরই মধ্যে এবার নতুন অপশনে ছড়াল বিভ্রান্তি। এতদিন ইআরও ও এইআরও-রাই নথি আপলোড করতেন। আর এবার পোর্টালে নতুন অপশন। তাহলে কি এতদিন তাঁরা আপলোড করেননি, প্রশ্ন উঠেছে। 'আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ড্যান্স'- এই অপশন দেওয়া হয়েছে। কারা সেখানে ছবি বা নথি আপলোড করবে, সেটা নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা এখনও পর্যন্ত নেই। এই নিয়ে শেষবেলায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিশনের তরফ থেকে এর কোনও স্পষ্ট উত্তর পাওয়া যয়নি।

এসআইআর-এর হিয়ারিং চলছে। এরই মধ্যে এবার নতুন অপশনে ছড়াল বিভ্রান্তি। এতদিন ইআরও ও এইআরও-রাই নথি আপলোড করতেন। আর এবার পোর্টালে নতুন অপশন। তাহলে কি এতদিন তাঁরা আপলোড করেননি, প্রশ্ন উঠেছে। ‘আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ড্যান্স’- এই অপশন দেওয়া হয়েছে। কারা সেখানে ছবি বা নথি আপলোড করবে, সেটা নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশিকা এখনও পর্যন্ত নেই। এই নিয়ে শেষবেলায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিশনের তরফ থেকে এর কোনও স্পষ্ট উত্তর পাওয়া যয়নি।