Shah Rukh Khan News: এখন থেকেই শহর জুড়ে শাহরুখ ঝড়, 'থ্যাঙ্ক ইউ' কিং খানেরও

Shah Rukh Khan News: এখন থেকেই শহর জুড়ে শাহরুখ ঝড়, ‘থ্যাঙ্ক ইউ’ কিং খানেরও

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Dec 18, 2023 | 11:56 PM

Shah Rukh Khan: আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের ছবি ‘ডানকি’। ছবি নিয়ে উন্মাদনার শেষ নেই। এরই মধ্যে কলকাতার শাহরুখের ভক্তেরা অগ্রিম টিকিট কেটে করলেন মিষ্টি বিতরণ। যা দেখে বেজায় খুশি খোদ কিং খান। এক্স হ্যান্ডেলে কলকাতাবাসীদের জন্য দিয়েছেন বিশেষ বার্তা।

বিপত্তিতে শাহরুখ
দুবাইয়ে এক ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই বিপত্তিতে পড়তে হল কিং খানকে। ইভেন্ট শেষ হতেই কিং খানের হাত ধরে টানাটানি শুরু করেন ভক্তদের একাংশ। পরিস্থিতি জটিল হতেই বাদশার বডিগার্ডরা উদ্ধার করেন শাহরুখকে।

শাহরুখের বার্তা
আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের ছবি ‘ডানকি’। ছবি নিয়ে উন্মাদনার শেষ নেই। এরই মধ্যে কলকাতার শাহরুখের ভক্তেরা অগ্রিম টিকিট কেটে করলেন মিষ্টি বিতরণ। যা দেখে বেজায় খুশি খোদ কিং খান। এক্স হ্যান্ডেলে কলকাতাবাসীদের জন্য দিয়েছেন বিশেষ বার্তা।

মেজাজ হারালেন সইফ
বিমান বন্দরে হাজির সইফ আলি খান করিনা কাপুর। হঠাৎ দেখা গেল নিজের এক সহকর্মীর ওপর চিৎকার করে উঠলেন তিনি। শুনতে পেয়েই সইফের কাছে ফেরেন করিনা। পরিস্থিতি সামাল দেন তিনি। তবে সইফের এই রূপ দেখে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়, আরও একবার ট্রোলের শিকার নবাবপুত্র।

হাসপাতালে তনুজা
রবিবার বিকেলে হঠাৎই খুব অসুস্থ হয়ে যান তনুজা। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন কিংবদন্তি অভিনেত্রী। তাই শরীর একটু অসুস্থ হতেই তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের জুহু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আইসিইউতে আছেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

অরিজিতের বিস্ফোরক স্বীকারোক্তি
তাঁর গানের জাদুতে মাত কাশ্মীর থেকে কন্যাকুমারী। এ হেন অরিজিৎ সিংয়ের স্বীকারোক্তি, এটা তাঁর আসল কণ্ঠই নয়। এই কণ্ঠটি অরিজিৎ তৈরি করেছেন অনেক মেহনত করে। তাঁর আসল গানের গলা নাকি ঘৃণা করেন শ্রোতারা, সেই কথাও বলেছেন গায়ক।

নতুন রসায়ন
জাঁকিয়ে শীত পড়ছে শহরে… তবে এরই মধ্যে এক উষ্ণ ভিডিয়ো যেন সেই শীতের উত্তাপ খানিক বাড়িয়ে দিয়েছে। ভিডিয়োর কেন্দ্রবিন্দুতে দুই পরিচিত মুখ। সৃজলা গুহ ও কুমার শানুর ছেলে জান কুমার শানু: ‘মন’ নামক এক নতুন মিউজিক ভিডিয়োয় একসঙ্গে দেখা যাবে তাঁদের। প্রকাশ্যে সেই ভিডিয়োর টিজার।

অনুপম বিষাদে?
প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর নতুন করে জীবন গোছানোর খবর সামনে আসার পর থেকে মিডিয়ার ফোন ধরেছেন ঠিকই, তবে মুখ খোলেননি অনুপম রায়। তবে বিয়ে নিয়ে যখন আলাপ-আলোচনা খানিক থিতিয়েছে, তখনই তাঁর এক পোস্ট। নিজের গান ‘বাউন্ডুলে ঘুড়ি’র দু’টো লাইন শেয়ার করেছেন অনুপম: ‘কত বছর ধরে আমার শূন্যস্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান’–ভাল নেই তিনি? প্রশ্ন ভক্তদের।

সদা ‘সিঙ্গল’ দিব্যজ্যোতি
সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে সেই সিরিয়ালের নায়ক অভিনেতা দিব্যজ্যোতি দত্তর। বিষয়টিতে বিরক্ত হয়েছেন অভিনেতা এবং বলেছেন, তিনি সিঙ্গলই থাকবেন। সাফ জানিয়ে দিয়েছেন, কোনও মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করার কোনও বাসনা তৈরি হয়নি তাঁর মনে।

বিয়ের পর কোথায় দর্শনা-সৌরভ?
সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী দর্শনা বনিক ও অভিনেতা সৌরভ দাস। বিবাহ আসরের পর ঘরোয়া বৌভাত সারেন তাঁরা। এবার ছোট্ট ডেটে নবদম্পতি। দুজনে একসঙ্গে গেলেন ‘অ্যানিম্যাল’ দেখতে। এই ছবির ভাইরাল গান ‘’জামাল কুডু’তেই বিয়ের দিন নেচে উঠেছিলেন সৌরভ।