বোমায় ঝলসে গেল হাত, ভোটের আগে এ কী অবস্থা দেখুন
অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি, তৃণমূলকর্মীরা এলাকা অশান্ত করার জন্য বোমা নিয়ে ঘুরছিল তাতেই আহত হয়েছেন। এতে আইএসএফ জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।
ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। এবার আইএসএফ কর্মীর বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ। বোমার আঘাতে আহত হলেন তৃণমূলকর্মী কামাল পুরোকাইত। তাঁর বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে অভিযোগ।
তৃণমূলের দাবি সোমবার রাতে বানতলা কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল। সেই সময় চালতা বেড়িয়া অঞ্চলের পুরাতন পাগলা হাটে কামালকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। তাতেই আহত হন তিনি।
অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি, তৃণমূলকর্মীরা এলাকা অশান্ত করার জন্য বোমা নিয়ে ঘুরছিল তাতেই আহত হয়েছেন। এতে আইএসএফ জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।
