Air Cooler: ৪৫০ টাকাতেই গরম থেকে রেহাই?
সস্তায় বাড়ি আনুন দামী এয়ার কুলার। এত কম দামে কুলার পাবেন কোথায়? USHA 100 L Desert Air Cooler এ ফ্লিপকার্টে অনেক টাকা ছাড় পাওয়া যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে ঘর ঠাণ্ডা করে।
সস্তায় বাড়ি আনুন দামী এয়ার কুলার। এত কম দামে কুলার পাবেন কোথায়? USHA 100 L Desert Air Cooler এ ফ্লিপকার্টে অনেক টাকা ছাড় পাওয়া যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে ঘর ঠাণ্ডা করে। উষা এয়ার কুলারের আসল দাম 17,390 টাকা। ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১২,৯৮০ টাকায়। ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে ৩৬ মাসের ইএমআইয়ে কুলারটি কিনলে প্রতি মাসে ৪৫০ টাকা দিতে হবে। Orient Electric 65 L Desert Air Cooler-টির আসল দাম ১৫,০০০ টাকা। ফ্লিপকার্টে ১১,৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। HDFC কার্ডের সাহায্যে EMI-এ কুলারটি কিনলে ২৪ মাসের জন্য প্রতি মাসে ৫৭৩ টাকা দিতে হবে। Symphony 125 L Desert Air Cooler ১০০০ বর্গফুট ঘরকে পুরোপুরি ঠাণ্ডা করতে পারে। এটিতে বারবার জল দিতে হয় না এর ওজন মাত্র 24 কেজি। সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এই কুলারের আসল দাম ২১,৯৯০ টাকা, Amazon-এ ১৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। । HDFC ক্রেডিট কার্ডে ২৪ মাসের EMI-এ কুলারটি কিনলে প্রতি মাসে ৯৬৯ টাকা দিতে হবে । Feltron 100 Ltr. Desert Air Cooler এর আসল দাম .১৬,৯৯০ টাকা। ফ্লিপকার্টে 16,065 টাকায় পাওয়া যাচ্ছে। SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে ১,২৫০ টাকার ছাড় । HDFC কার্ডে ২৪ মাসের EMI-এ কুলারটি কিনলে প্রতি মাসে ৭৭৯ টাকা দিতে হবে।