কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘টু্ম্পা সোনা’ গানের জের, কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষেধ ৫ উদ্যোক্তার

Debasmita Chakraborty

|

Updated on: Feb 22, 2021 | 2:49 PM

কড়া পদক্ষেপ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় ‘টুম্পা সোনা’ গান বাজানোর জের। কড়া পদক্ষেপ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজস্ট্রিট ক্যাম্পাসে প্রবেশাধিকার বন্ধ করা হল তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতা মনিশঙ্কর মণ্ডলের। একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ রাজা মেহেদি, দেবর্ষি রায়, তীর্থপ্রতিম সাহা ও রনি ঘোষের ক্ষেত্রেও। তদন্ত কমিটির প্রস্তাব অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সিন্ডিকেট।

 

Published on: Feb 22, 2021 02:40 PM