Road Safety: বাইকে শিশু, এই নিয়মভঙ্গে বড় জরিমানা
৪ বছরের কম বয়সীদের জন্য পরাতে হবে সেফটি হারনেস এবং ক্র্যাশ হেলমেট। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক তাদের গাইডলাইনে বলছে। ৪এর কম বয়সীকে বাইক বা সাইকেলে চড়ালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চালককেই। পিছনের সিটে খুদে সদস্যকে নিয়ে বাইক চালালে কখনওই উচ্চ গতি নয়। দুর্ঘটনা ঘটলে আপনার সঙ্গে সঙ্গে ছোট্ট পিলিয়ন রাইডারের ক্ষতি আরও বেশি হবে
সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে। দুর্ঘটনা কমাতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। বাড়ির ছোট সদস্যটিকে নিয়ে দুচাকায় এদিক ওদিকে যান? স্কুটি বা বাইকে খুদেটিকে স্কুলে বা খেলার মাঠে নিয়ে যান? জানেন কি কোন কোন জরিমানা হতে পারে ট্রাফিক আইনে? খুদে সদস্যের বয়স যদি ৯ মাস থেকে ৪ বছর হয় তাহলে গতিসীমা ৪০ কিলোমিটারের মধ্যে রাখুন। এর ওপরে স্পিড তুললেই ট্রাফিক আইনে ফাইন অপেক্ষা করছে। তাছাড়াও ছোট্ট সদস্যটিকে পর্যাপ্ত নিরাপত্তার বিধান রয়েছে ট্রাফিক আইনে। ৪ বছরের কম বয়সীদের জন্য পরাতে হবে সেফটি হারনেস এবং ক্র্যাশ হেলমেট। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক তাদের গাইডলাইনে বলছে। ৪এর কম বয়সীকে বাইক বা সাইকেলে চড়ালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চালককেই। পিছনের সিটে খুদে সদস্যকে নিয়ে বাইক চালালে কখনওই উচ্চ গতি নয়। দুর্ঘটনা ঘটলে আপনার সঙ্গে সঙ্গে ছোট্ট পিলিয়ন রাইডারের ক্ষতি আরও বেশি হবে। কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৯ এর ১২৯ ধারায় রয়েছে এই শাস্তি বিধান। সুতরাং ছোটদের নিয়ে মোটরবাইক চালালে সতর্ক থাকুন। একটু বেনিয়ম বা সুরক্ষার অভাব হলেই কিন্তু পুলিশি সমস্যায় পড়বেন। ২০২২ এ এই বিষয়ে শেষবার নোটিস জারি করে কেন্দ্রীয় ট্রাফিক মন্ত্রক। অভিজ্ঞ মহলের ধারনা ২০২৩এ আরও কড়া হবে এই আইন।