China-র চক্ষুশূল চেঙ্গিজ খানের দেশ, এবার Mongolia-র সীমান্তরক্ষী বাহিনীকে ঢেলে সাজাতে চলেছে India!

Nov 04, 2025 | 12:44 PM

Mongolian Border Guard Force: মঙ্গোলিয়ার প্রশাসন চাইছে সে দেশের বর্ডার সিকিওরিটি ফোর্সকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সাহায্য করুক ভারত। আর এই অফার সঙ্গে সঙ্গেই লুফে নিয়েছে আমাদের দেশ। ডিসেম্বর থেকেই মঙ্গোলিয়ার সীমান্ত রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেবে ভারতীয় সেনা।

উত্তরে রাশিয়া আর দক্ষিণে চিন। এই দুই দেশের মাঝে চেঙ্গিজ খানের দেশ মঙ্গোলিয়া। এবার সেই মঙ্গোলিয়ার গোবি মরুভূমির একটা অংশের উপর নিজেদের দাবি জানিয়েছে চিন। কিন্তু হঠাৎ সেই অংশের উপর কেন দাবি করল শি জিনপিং প্রশাসন। এর কোনও উত্তর নেই।

তবে চিনকে টাইট দিতে এবার ভারতের দ্বারস্থ সেই দেশ। তারা চাইছে সে দেশের বর্ডার সিকিওরিটি ফোর্সকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সাহায্য করুক ভারত। আর এই অফার সঙ্গে সঙ্গেই লুফে নিয়েছে আমাদের দেশ। ডিসেম্বর থেকেই মঙ্গোলিয়ার সীমান্ত রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেবে ভারতীয় সেনা।

Published on: Nov 04, 2025 12:43 PM