China News: আইনস্টাইনের মগজ পেল কোথায় চিন?

China News: আইনস্টাইনের ব্রেইন’ বিক্রি করে মোটা টাকা কামিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন চিনের এক ২২ বছরের যুবক। হইহই পড়ে গিয়েছে সে দেশে। ইতিমধ্যেই চিনা ই-কমার্স সাইটে প্রায় ৭০,০০০ ইউনিট বিক্রি হয়েছে

China News: আইনস্টাইনের মগজ পেল কোথায় চিন?
| Updated on: Jan 10, 2024 | 5:56 PM

চিনে আর কী কী বিক্রি হয় কে জানে? মেড ইন চায়না নিয়ে এদেশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। বেশিদিন টেকসই হয় না। কিন্তু চিনে এখন এমন এক জিনিস বিক্রি হচ্ছে, যা শুনলে আমপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। আইনস্টাইনের মগজ! ঠিকই শুনেছেন আইনস্টাইননের মগজ এখন বিক্রি হচ্ছে চিনে। ‘আইনস্টাইনের ব্রেইন’ বিক্রি করে মোটা টাকা কামিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন চিনের এক ২২ বছরের যুবক। হইহই পড়ে গিয়েছে সে দেশে। ইতিমধ্যেই চিনা ই-কমার্স সাইটে প্রায় ৭০,০০০ ইউনিট বিক্রি হয়েছে এই ভার্চুয়াল পরিষেবা।উত্তর চিনের হেবেই প্রদেশের বাসিন্দা ঝাং জিয়াংজি। তিনি এক ভার্চুয়াল পরিষেবা তৈরি করেছেন, যার নাম তিনি দিয়েছেন আইনস্টাইনের ব্রেইন। কী এই আইনস্টাইনের ব্রেইন?

আইনস্টাইনের মগজ কী? উদ্ভাবনটি শুধু বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। ঝাং জিয়াংজির দাবি এর থেকে মানসিক আরাম এবং আধ্যাত্মিক সন্তুষ্টিও লাভ করবে মানুষ। খরচ মাত্র ০.৫ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৬ টাকারও কম। এটি মূলত ভার্চুয়াল চ্যাটিং পরিষেবা। এর ট্যাগলাইনও বেশ ইন্টারেস্টিং।’ এক রাতের ঘুমের পরই, দেখতে পাবেন, আইনস্টাইনের মস্তিষ্ক ইতিমধ্যেই আপনার মস্তিষ্কেও জায়গা করে নিতে শুরু করেছে’।

কিন্তু কীভাবে শুরু হল ঝাংয়ের উত্থান? ১৭ বছর বয়স থেকে ই-কমার্স ওয়েবসাইটে বিভিন্ন জিনিসপত্র বিক্রি শুরু। তাঁর আয় ছিল অনিয়মিত। চেয়েছিলেন এমন কিছু ব্যবসা করতে যা নিয়মিত আয়ের সুযোগ করে দেবে। সেই সময় এক বন্ধু তাঁকে বলেছিলেন,তাঁর দ্বারা হবে না। কারণ, তাঁর বুদ্ধি কম। নিজের বুদ্ধিমত্তা নিয়ে রসিকতা শুনেই, ঝাংয়ের মনে আইনস্টাইন ব্রেইনের ধারণা তৈরি হয়েছিল।

তাঁর এই উদ্ভাবনের ক্রেতা কারা জানেন? অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, না-হলে কলেজ ও স্কুল স্তরের ছাত্র। পিকিং ইউনিভার্সিটির মতো বড় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও কিনছেন আইনস্টাইনের মস্তিষ্ক। আর আইনস্টাইনের মগজ বেঁচে ঝাংয়ের আয় কত জানেন? ৭০,০০০ ইউনিট আইনস্টাইনের মস্তিষ্ক বিক্রি করে ঝাংয়ে আয় ৩৫,০০০ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকার বেশি।

Follow Us: