TCS: টিসিএসের বিরুদ্ধে অভিযোগ

TCS: টিসিএসের বিরুদ্ধে অভিযোগ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 28, 2023 | 8:13 PM

কিছুদিন আগে থেকে টিসিএসের কয়েকজন কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ।এবার রিপোর্ট হাতে পেল টিসিএস। চাকরি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত কর্মীদের ।

কিছুদিন আগে থেকে টিসিএসের কয়েকজন কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ।এবার রিপোর্ট হাতে পেল টিসিএস। চাকরি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত কর্মীদের । অভিযোগ ছিল, বেশ কিছু ভেন্ডারের সঙ্গে যোগসাজশ করে, কিছু সংস্থা নিজেদের ইচ্ছে মতো কর্মী নিয়োগ করেছে। এই অভিযোগ করেছিল অজ্ঞাত পরিচয় কোনও এক ব্যক্তি।
তারপর শুরু হয় তদন্ত । অভিযোগ উঠেছিল টাকার বদলে চাকরি দেওয়া হয়েছিল। এছাড়াও অভিযোগ ছিল, অনেক উচ্চপদস্থ কর্মীদের বিভিন্ন পদে মোটা টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। অভিযোগ আসার পর, টিসিএসের তরফে তৈরি করা হয় ৩ সদস্যের টিম। সেই টিমের মধ্যে ছিলেন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার অজিত মেনন। টিসিএস বেশ কিছু সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ করত। সেই সংস্থাগুলির মধ্যে কয়েকটি সংস্থার সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছে টিসিএস।