রাতে বাড়িতে ঢুকত ডঃ মুজাম্মিল, সঙ্গে কারা আসত?
Delhi Terror Link: আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, এই বাড়িতে মুজাম্মিল শুধুমাত্র নিজের মালপত্র রাখার জন্য ব্যবহার করত এবং রাতে কিছুক্ষণের জন্য আসতো। সেই সময় বেশ কয়েকজন গাড়ি নিয়ে আসতো। বেশিরভাগ সময় মুজাম্মিল নিজের শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেই থাকত বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।
১৩ সেপ্টেম্বর মুজাম্মিল ধাউজ গ্রামে দোতলা বাড়ির উপরের তলাটি ভাড়া নেয় মুজাম্মিল। চলতি সপ্তাহের গোড়াতেই ফরিদাবাদের এই ভাড়া বাড়িতে পৌঁছয় হরিয়ানা এবং জম্মু কাশ্মীর পুলিশ। উদ্ধার হয় ৩৫৮ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পাশাপাশি পাওয়া যায় একটি একে-৪৭ (AK 47) রাইফেল, একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, বিস্ফোরণের জন্য ব্যবহৃত ২০টি টাইমার এবং একটি ওয়াকি-টকি সেট। আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, এই বাড়িতে মুজাম্মিল শুধুমাত্র নিজের মালপত্র রাখার জন্য ব্যবহার করত এবং রাতে কিছুক্ষণের জন্য আসতো। সেই সময় বেশ কয়েকজন গাড়ি নিয়ে আসতো। বেশিরভাগ সময় মুজাম্মিল নিজের শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেই থাকত বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা। বাড়ি মালিকও জানিয়েছেন, মুজাম্মিল নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়েছিল। বাড়ি ভাড়া নিলেও, তাঁকে প্রায় দেখাই যেত না। এমনকী বাড়ি ভাড়ার টাকাও বাকি রয়েছে।