Difficult City Name: শহরের নাম শুনে ছোটে ঘাম

Difficult City Name: শহরের নাম শুনে ছোটে ঘাম

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 05, 2023 | 7:13 PM

নামে কি আসে যায়? নামেই তো আসে যায় যদি তা হয় শহরের নাম, দেশের নাম। দেখুন তো এই নাম গুলো উচ্চারণ করতে পারেন কিনা । ইউরোপের সুপ্রাচীন শহর স্লোভেনিয়ার কাছে Ptuj কী হবে উচ্চারণ? না যা ভাবছেন তা নয়। এই শহরের নাম 'পিতুই' । এরপরের শহরের নাম Oaxaca মেক্সিকোর দক্ষিণ পশ্চিমের এই অঞ্চলটি ফুলেল,বর্ণময়। সুদৃশ্য শহর যেন ক্যালেন্ডার । কিন্তু নামটা কী? পারলেন উচ্চারণ করতে?

নামে কি আসে যায়? নামেই তো আসে যায় যদি তা হয় শহরের নাম, দেশের নাম। দেখুন তো এই নাম গুলো উচ্চারণ করতে পারেন কিনা । ইউরোপের সুপ্রাচীন শহর স্লোভেনিয়ার কাছে Ptuj কী হবে উচ্চারণ? না যা ভাবছেন তা নয়। এই শহরের নাম ‘পিতুই’ । এরপরের শহরের নাম Oaxaca মেক্সিকোর দক্ষিণ পশ্চিমের এই অঞ্চলটি ফুলেল,বর্ণময়। সুদৃশ্য শহর যেন ক্যালেন্ডার । কিন্তু নামটা কী? পারলেন উচ্চারণ করতে? ‘ওয়াহ হা কাহ’ । এবার চলুন গ্রিনল্যান্ড। ল্যাব্রাডর সাগরের উপকূলে এই শহর । নাম তার Qeqertarsuatsiaat এই রে জিভ একেবারে জড়িয়ে গেল তো? নাম তার ‘কেক এর তার ওয়াস সি আট’। এবার স্কট শহর গ্লাসগো সিটির এক ছোট্ট শহর । নাম তার Milngavie স্কটিশরা বলেন ‘মিল গাই’ । দেখুন ইংরেজি বানানের শেষটা, গাভি আর স্কটিশে গাই। সব যেন মিলে মিশে একাকার মিল গাইয়ে। চিনের এই শহর সংস্কৃতি আর ইতিহাসের পীঠস্থান । হিস্ট্রি লাভারস প্যারাডাইস এটা নাম? Xi’an কিন্তু উচ্চারণ? চিনারা ডাকেন ‘শি আন’ বলে । সাংঘাতিক খটমট এই শহরের নাম । আইল অফ অ্যাংলেজে একটি শান্ত শহরতলি । নাম Llanfairpwllgwyngyll এক দরজি নাকি থাকতেন এখানে। তিনি চেয়েছিলেন বিখ্যাত হোক এই শহর । তাই এমন নাম দেন ১৮৮০ তে । উচ্চারণ এত কঠিন যে চোট করে নিয়েছেন স্থানীয়রা । নাম দিয়েছেন ‘ল্যানফেয়ার পি জি’।